Rachana Banerjee: রাজনীতিই ভবিষ্যৎ, সিনেমা জগত থেকে পাকাপাকি বিদায় রচনার? জানিয়ে দিলেন খোদ সাংসদই
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Rachana Banerjee: বর্তমানে তিনি হুগলির সাংসদ! আবারও রুপোলি পর্দায় কবে তাঁকে দেখতে পাওয়া যাবে সেই নিয়ে মতামত দিয়েছেন খোদ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি: একসময় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে দীর্ঘকাল তিনি রুপোলি পর্দা থেকে ব্রাত্য থেকেছেন। ছোট পর্দার রিয়েলিটি শো ছাড়া সেভাবে আর সিনেমার রুপোলি জগতে তাঁকে পা রাখতে দেখা যায়নি।
বর্তমানে তিনি হুগলির সাংসদ! আবারও রুপোলি পর্দায় কবে তাঁকে দেখতে পাওয়া যাবে সেই নিয়ে মতামত দিয়েছেন খোদ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ শতাব্দী রায় অনেক দিন পর অভিনয় জগতে ফিরেছেন। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া অভিনয় করছেন। ঘাটালের সাংসদ দেব তো রীতিমতো ব্যস্ত তাঁর সিনেমা নিয়ে।
আরও পড়ুন: খেলোয়াড় থেকে GATE টপার, দেশজুড়ে নজির গড়লেন কলকাতার অর্ণব পাল
হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বহুদিন সিনেমা থেকে দূরে রয়েছেন। এক সময় প্রসেনজিতের সঙ্গে তাঁর জুটি রীতিমতো হিট ছিল। তারপর ওড়িশার সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। কাজ করেছেন হিন্দি, দক্ষিণী ছবিতেও।
advertisement
advertisement
আরও পড়ুন: নীরবেই দানা বাঁধে প্রস্টেট ক্যানসার, এই এক লক্ষণ দেখলেই পুরুষরা সাবধান! মৃত্যুর হার বাড়ছে
সাংসদ হওয়ার আগে দীর্ঘ বিরতি নিয়েছেন সিনেমা থেকে। একটি জনপ্রিয় টেলিভিশন শো হোস্ট করছেন। সেই কাজে ব্যস্ত থাকেন। পাশাপাশি, সাংসদ হিসেবে ব্যস্ততা রয়েছে তাঁর। এদিন পোলবার পাউনানে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে রচনা বন্দ্যোপাধ্যায় আবার সিনেমায় ফেরা নিয়ে বলেন, ‘এখন সময় নেই। তবে আগামী দিনে কী হবে সেটা বলতে পারব না।’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গিয়েছেন। সেই প্রসঙ্গে রচনা বলেন, ‘দিদি যখন গিয়েছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। ফিঙ্গারস ক্রসড। আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি।’
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: রাজনীতিই ভবিষ্যৎ, সিনেমা জগত থেকে পাকাপাকি বিদায় রচনার? জানিয়ে দিলেন খোদ সাংসদই