Rabindra Jayanti 2023: রবীন্দ্রনাথ সর্বত্র, রবীন্দ্রজয়ন্তীও! চলন্ত ট্রেনেই অভিনব অনুষ্ঠান পালন দেখুন

Last Updated:

Rabindra Jayanti 2023: ট্রেনের কামরায় অভিনব রবীন্দ্রজয়ন্তী পালন মহিলা যাত্রীদের, দেখলে মন ভরে যাবে।

+
চলন্ত

চলন্ত ট্রেনেই অভিনব অনুষ্ঠান

উত্তর ২৪ পরগনা: নিত্যযাত্রীরাই ট্রেনের কামরায় নাচে-গানে পালন করলেন রবীন্দ্র জয়ন্তী। ৮:৫৫ এর হাবড়া-শিয়ালদহ লোকাল স্টেশনে ঢুকতেই চোখে পড়ল মহিলাদের তৎপরতা। ট্রেনের সামনে টাঙানো হল কবিগুরুর ছবি দেওয়া বড় একটি ব্যানার। দ্রুততার সঙ্গেই ফুল মালা দিয়ে ট্রেনের সামনের দিকের অংশ ও শিয়ালদহগামী ট্রেনের প্রথম দিকের মহিলা কামরার একাংশ মুহূর্তেই সেজে উঠল অন্যরকম ভাবে।
গত পাঁচ বছর ধরে এভাবেই কবিগুরুর জন্মজয়ন্তী পালন করে আসছেন ৮:৫৫-র হাবড়া লোকালের বেশ কয়েকজন মহিলা যাত্রী। এবছর তাঁদের এই উদ্যোগ পাঁচ বছরে পড়ল। শুধু তাই নয়, প্রথম যে বছর এই উদ্যোগ নেওয়া হয়েছিল তখন এই ট্রেনটির দায়িত্বে থাকা গার্ড ধীরেন্দ্রনাথ মণ্ডল কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছিলেন। এরপর থেকে নির্দিষ্ট ওই ট্রেনটিতে অনুষ্ঠানের দিন ইচ্ছে করেই ডিউটি নিয়ে রবীন্দ্রজয়ন্তীতে সামিল হন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: এবার আরও তাড়াতাড়ি যাতায়াত কলকাতা-শিলিগুড়ি লাইনে, ব্রডগেজে ছুটবে ইলেকট্রিক ট্রেন! জানুন
চলতি বছরের জানুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করলেও ট্রেনের এক টুকরো স্মৃতি যেন তিনি ভুলতে পারছেন না। তাই বুধবার তিনি অনুষ্ঠানে ফের সামিল হলেন এবং এদিনও কবিগুরুর প্রতিকৃতিতে তাঁর হাতের মালা পড়িয়েই রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের শুভ সূচনা হল। মহিলা ও তাঁদের সঙ্গে থাকা কচিকাঁচাদের দেখা গেল রবীন্দ্র সঙ্গীতের তালে মেতে উঠতে। দু’জন নিত্যযাত্রী মহিলাও নৃত্যের তালে সঙ্গ দিলেন। নির্দিষ্ট সময়েই ছাড়ল ট্রেন।
advertisement
আরও পড়ুন: রেল-ফুড কর্পোরেশনে চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ফের তোলপাড় বাংলা!
চলন্ত ট্রেনের মধ্যেই কবিগুরুর সঙ্গীত, আবৃত্তি, নাচ, গানের মধ্যে দিয়ে পালন করা হল অভিনব রবীন্দ্রজয়ন্তী। উদ্যোক্তারা জানান, ছুটি-সহ বিভিন্ন কারণে ২৫-এ বৈশাখ দিনটিতে সবাই সামিল হতে না পারার কারণেই, একদিন পর ২৬ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এভাবেই রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে ট্রেন ছুটল স্বাভাবিক ছন্দে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rabindra Jayanti 2023: রবীন্দ্রনাথ সর্বত্র, রবীন্দ্রজয়ন্তীও! চলন্ত ট্রেনেই অভিনব অনুষ্ঠান পালন দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement