Electric Train: এবার আরও তাড়াতাড়ি যাতায়াত কলকাতা-শিলিগুড়ি লাইনে, ব্রডগেজে ছুটবে ইলেকট্রিক ট্রেন! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Electric Train: দ্রুত এই পথে বৈদুতিকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সম্প্রতি রাধিকাপুর-বারসই ওভারহেড তারে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়।
কালিয়াগঞ্জ: আর কিছুদিন পর থেকেই ব্রডগেজ লাইনের উপর ছুটবে ইলেকট্রিক ট্রেন। দীর্ঘদিনের দাবি মেনে দু-বছর আগে শুরু হয়েছিল রাধিকাপুর থেকে বারসই রেলপথের বৈদ্যুতিকরণের কাজ। দেশব্যাপী সামগ্রিক রেলপথের উন্নয়নে কেন্দ্রীয় নীতি অনুযায়ী বারসই রাধিকাপুর রেলপথে সেই বৈদ্যুতিকরণের কাজ এখন প্রায় শেষ।
এখন আশায় বুক বেঁধেছেন জেলার মানুষ কবে এই লাইন দিয়ে বিদ্যুতের সাহায্যে ট্রেন চলাচল করবে। উল্লেখ্য ২০২৪ সালের মধ্যে দেশের সব রেলপথের বৈদ্যুতিকরণ কাজ সম্পূর্ণ শেষ করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। সেই অনুযায়ী এই পথে এই কাজ দ্রুত শেষ হওয়ায় খুশি সাধারণ মানুষ। বারসই রাধিকাপুর এইলাইনটি ২০০৬ সালে ব্রডগেজে রূপান্তরিত হয়। বাংলাদেশের অংশটি ব্রডগেজ এ রূপান্তরিত হওয়ার পরে ২০১৭ সালের মার্চ থেকে ভারতের হয়ে নেপাল থেকে বাংলাদেশ পণ্যবাহী ট্রেন যাতায়াত করছে এখন।
advertisement
advertisement
আরও পড়ুন: দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, রোদের তেজে হিট স্ট্রোক হয়ে মৃত্যু!
জানা যায়, দ্রুত এই পথে বৈদুতিকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সম্প্রতি রাধিকাপুর-বারসই রেলপথে ওভারহেড তারে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়। ইতিমধ্যে সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী এই পথে এই কাজ কেমন হয়েছে তার পর্যবেক্ষণ করে গিয়েছেন। জানা যায়, এই পথে ডিজেল ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক ইঞ্জিনের সাহায্যে ট্রেন চলাচল করার ফলে একদিকে যেমন রাস্তায় ইঞ্জিনের পরিবর্তনের কারণে যে সময় ব্যয় হতো সেটা থাকবে না তেমন ভাবেই প্রচুর ডিজেলের ও সাশ্রয় হবে ভারতীয় রেলের।
advertisement
আরও পড়ুন: ‘আরও গ্রেফতার হবে’, ইডির দাবির পরই গুঞ্জন, ‘এবার কে?’ যা সামনে আসছে, কল্পনাতীত!
এছাড়া কলকাতা ও শিলিগুড়ি গ্রামীণ ট্রেনগুলো এখান থেকে দ্রুততার সঙ্গে চলবে এবং কলকাতা গামী ট্রেনগুলিকে ইঞ্জিন পরিবর্তন করতে হবে না। তাতে সময়ও সংক্ষেপ হবে এবং যাত্রীরাও আরও কম সময়ে কলকাতায় পৌঁছতে পারবেন। এর পাশাপাশি রেল পরিষেবার মান আরও অনেক বেড়ে যাবে। এলাকার স্থানীয় মানুষরা বলেন এটা খুবই খুশির খবর। এখন যত তাড়াতাড়ি চালু হয় ততই মঙ্গল।
advertisement
তাঁদের দাবি, ‘এটা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের তা পূরণ হতে চলছে। এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক সাক্ষাৎকারে বলেন ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর থেকে বিহারের বারসই জংশন পর্যন্ত ট্রেনে বৈদ্যুতিকরণের কাজ নিরানব্বই ভাগ কাজ শেষ। যে কোনও দিন তারিখ ঘোষণা হবে।’ এর ফলে একদিকে যেমন ট্রেনের গতি বৃদ্ধি পাবে অন্য দিকে ট্রেন যাত্রীরা কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে যেতে পারবেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 6:52 PM IST