Heatwave in South Bengal: দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, রোদের তেজে হিট স্ট্রোক হয়ে মৃত্যু!

Last Updated:

Heatwave in South Bengal: অত্যাধিক গরম সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ। পরে মর্মান্তিক মৃত্যু।

নদিয়ায় গরমে মৃত্যু
নদিয়ায় গরমে মৃত্যু
নদিয়া: অত্যন্ত গরমে হিট স্ট্রোকে মৃত্যু হল এক ব্যক্তির। চলছে তীব্র দাবদহ। তাতেই প্রাণ ওষ্ঠাগত সর্বসাধারণের। চিকিৎসকেরা বারংবার পরামর্শ দিচ্ছেন দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলতে। তবে দিন আনা দিন খাওয়া মানুষের কাছে তা পালন করা দুঃসাধ্য! বিশেষত, শ্রমিক কৃষক এবং ছোট ব্যবসায়ীদের অন্নের সংস্থান করতে, বাধ্য হয়ে বেড়াতেই হচ্ছে এই প্রখর রোদ্রের মধ্যে। তবে তা যথেষ্টই বিপজ্জনক। প্রাণহানিও ঘটতে পারে।
এইরকমই নদিয়ার শান্তিপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের চৈতন্যপল্লির রেডিমেড বস্ত্র ব্যবসায়ী রমেন বিশ্বাস, মুর্শিদাবাদ বেলডাঙায় বস্ত্র বিপণনের উদ্দেশ্যে সোমবার রাতে রওনা দেয়, এবং তার পরের দিন সকালে অত্যাধিক গরম সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সেখানেই। সেখান থেকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানান। এরপর তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে আসলে দুপুর একটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দু-একটি জায়গায় যা ৫/৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি। ৯, ১০ ও ১১ মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড় মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে কি পড়বে না সে সম্পর্কে সঠিক পূর্বাভাস নেই। তাই এই সময় সকলকে সচেতন করা এবং নিজে সচেতন থাকাই একমাত্র উপায় বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heatwave in South Bengal: দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, রোদের তেজে হিট স্ট্রোক হয়ে মৃত্যু!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement