Putul Durga : সারাবছর হোক দেবীদর্শন, ঠাকুরঘরে নিয়ে আসুন 'পুতুল দুর্গা'! ঠিকানা জেনে আজই দিন অর্ডার

Last Updated:

Putul Durga : ছোট আকৃতির পুতুল দুর্গা প্রতিমা। ঠাকুরঘরে পুজো করার উপযোগী পুতুল দুর্গা প্রতিমা বেশ জনপ্রিয়তা পেয়েছে।

+
প্রতিমা

প্রতিমা শিল্পী মোনালিসা 

বারাসত, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : হাতে আর মাত্র কয়েকদিন। তাই বারাসতের মহিলা শিল্পী মোনালিসা বিশ্বাসের এখন চরম ব্যস্ততা। এবার তিনি তৈরি করছেন বেশ কয়েকটি ছোট আকৃতির পুতুল দুর্গা প্রতিমা। কারণ, তাঁর কাছে এসেছে বেশ কয়েকটি ছোট আকৃতির এই দুর্গা প্রতিমার অর্ডার। ফ্ল্যাট বা ঠাকুরঘরে পুজো করার উপযোগী এই ধরনের পুতুল দুর্গা প্রতিমা বেশ জনপ্রিয়তা পেয়েছে গত কয়েক বছরে।
মহিলা শিল্পীর হাতের কাজ দেখে তাই এখন বহু ক্রেতাই নিজেদের বাড়ি বা ঠাকুর ঘরে পুজোর জন্য দুর্গা প্রতিমা তৈরির বরাত দিয়েছেন এই মহিলা শিল্পীর কাছে। মাটির বদলে, বিশেষ সুপার ক্লে ব্যবহার করেই মোনালিসা দিচ্ছেন এই প্রতিমাগুলির রূপ। শুধু পুজো নয়, ঘর সাজানোর উদ্দেশেও অনেকেই কিনছেন তাঁর প্রতিমা। ইতিমধ্যেই তাঁর তৈরি এই দুর্গা প্রতিমা ও অন্যান্য মূর্তি জেলা, রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তেও পৌঁছে গিয়েছে।
advertisement
advertisement
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কন্যা মোনালিসা ছোটবেলা থেকেই আঁকা ও হাতের কাজের প্রতি বিশেষ অনুরাগী। মা গৃহিণী। তবে মেয়েকে সবসময়  নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহ জুগিয়েছেন। প্রায় সাত-আট বছর আগে থেকে তিনি এই শিল্পকে পেশা হিসেবে গড়ে তোলার পথে নামেন। নিজের বাড়ির একটি ঘরকে তিনি সাজিয়েছেন শিল্পকলা স্টুডিও হিসেবে। সেখানেই তৈরি হচ্ছে মা দুর্গা, গণেশ, জগন্নাথসহ নানা ধরনের ছোট মূর্তি। প্রতিটি প্রতিমার দাম দেড় থেকে দু’হাজার টাকার মধ্যে।
advertisement
এবছর প্রায় ছ’টি দুর্গা প্রতিমা তিনি তৈরি করেছেন। যা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও পাঠানো হবে। এদিন তাঁকে দেখা যায় শিলিগুড়ির এক ক্রেতার অর্ডার অনুযায়ী প্রতিমা তৈরি করতে। শিল্পী মোনালিসা জানান, শুধু প্রতিমা নয়, বিভিন্ন স্কুলের প্রোজেক্ট ও হাতের কাজের অলংকার তৈরিতেও দক্ষ তিনি। আগামী দিনে তিনি চান, এই শিল্পকে আরও বড় করে তুলতে। এমনকি হাতের কাজের একটি স্কুল খোলার স্বপ্ন রয়েছে বারাসাতের এই মহিলা শিল্পীর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের শিল্পীসত্ত্বার জোরেই আজ অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়াতেও তার এই ছোট পুতুল দুর্গা প্রতিমা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলে এবার বারাসাতের এই মহিলা শিল্পীর হাতে তৈরি ছোট দুর্গা প্রতিমায় হবে দেবী বন্দনা। আর তার এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়েই বারাসতের নাম বিস্তর পরিসরে ছড়িয়ে পড়ছে। যা এলাকার মানুষদের কাছেও গর্বের বিষয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Putul Durga : সারাবছর হোক দেবীদর্শন, ঠাকুরঘরে নিয়ে আসুন 'পুতুল দুর্গা'! ঠিকানা জেনে আজই দিন অর্ডার
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement