Hooghly News: লক্ষ্য প্রয়াত বন্ধুর স্বপ্নপূরণ! অপর দুই বন্ধুর যা করলেন! মন ছুঁয়ে যাবে আপনারও

Last Updated:

Hooghly News: ভাগ্যের ফেরে ক্রিকেট ম্যাচ আয়োজন করার আগেই নিয়তি কেড়ে নিয়েছিল টুকাইয়ের জীবন। তাই বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে এবার দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হলো চুঁচুড়ায়।

+
দৃষ্টিহীনদের

দৃষ্টিহীনদের ক্রিকেট ম্যাচ

হুগলি: প্রত্যেকেই দৃষ্টিহীন , দৃষ্টিশক্তি না থাকলেও তাদের মনে রয়েছে অদম্য জেদ ও জীবনের মূল স্রোতে ফেরার ইচ্ছা। আর তাদেরকে নিয়ে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ করার বহুদিন ধরে ইচ্ছে দেখেছিলেন চুঁচুড়ার এক ক্রীড়া সংস্থার কর্ণধার টুকাই। তবে ভাগ্যের ফেরে ক্রিকেট ম্যাচ আয়োজন করার আগেই নিয়তি কেড়ে নিয়েছিল টুকাইয়ের জীবন। তাই বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে এবার দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হলো চুঁচুড়ায়।
চুঁচুড়া কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মাঠে পুরুলিয়া একাদশ বনাম ব্যান্ডেল একাদশের মধ্যে আয়োজিত হল বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ। খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন টুকাইয়ের দুই বন্ধু রবি পাল ও সুকুমার উপাধ্যায়। রবি পাল পেশায় চাবি তৈরি করেন ও সুকুমারবাবু চন্দননগর পুলিশ কমিশনারেটের একজন কনস্টেবল। দুজনেই দৃষ্টিহীন মানুষদের নিয়ে কাজ করে আসছেন বহুদিন ধরে। সেই সুবাদেই তাদের পরিচয় হয়েছিল টুকাইয়ের সঙ্গে। তখন টুকাই জানিয়েছিলেন দৃষ্টিহীনদের ক্রিকেট ম্যাচের কথা। সে জীবিত থেকে এই কাজ না করে যেতে পারলেও বন্ধুর স্মৃতিতে এগিয়ে এলেন বাকি দুইজন।
advertisement
পুরুলিয়া একাদশ বনাম ব্যান্ডেল একাদশের প্রদর্শন মূলক ক্রিকেট ম্যাচ হয় ১২ ওভারের। যেখানে দুই দলেরই স্বজন করে ১০০ শতাংশ দৃষ্টিহীন প্লেয়ার ও পাঁচজন করে ৮০ শতাংশ দৃষ্টিহীন খেলোয়াড় নিয়ে মাঠে নামেন দুই দল। যেহেতু তারা দৃষ্টিহীন তাই তাদের শব্দ শুনে খেলতে হয় সেই মোতাবেক এক বিশেষ ধরনের বল ব্যবহার করা হয়েছিল খেলার সময়। যে বল প্লাস্টিকের তৈরি হলেও ভেতরে লোহার বল দেওয়া যাতে বল এগোলেই তাতে ঝনঝন করে শব্দ হয়। সেই শব্দ শুনেই খেলা হয়।
advertisement
advertisement
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুরুলিয়া একাদশ নির্ধারিত বার ওভারে ৫ উইকেটের বিনিময় ২১৬ রান করেন। পুরুলিয়ার হয়ে মাঠে নামেন দৃষ্টিহীন ক্রিকেটের বাংলার অন্যতম অলরাউন্ডার চন্দন মান্ডি। ২১৬ রান চেস করতে নেমে মাত্র সাত ওভারে ৫১ রানে অলআউট হয়ে যায় ব্যান্ডেল একাদশ। পুরুলিয়ার হয়ে অপূর্ব হাজরা, ১১৪ রান করে ম্যাচের সেরা হন। খেলার শেষে সমস্ত প্লেয়ারদের হাতে পুরস্কার ও বিশেষ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: লক্ষ্য প্রয়াত বন্ধুর স্বপ্নপূরণ! অপর দুই বন্ধুর যা করলেন! মন ছুঁয়ে যাবে আপনারও
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement