Traditional Durga Puja : পুরুলিয়ার রাজবাড়িতে ৩০০ বছরের প্রাচীন এই পুজো আজ সর্বজনীন

Last Updated:

Traditional Durga Puja : জৈলুস না থাকলেও ধরে রেখেছে ঐতিহ্য, আজও ধুম ধামের সঙ্গে মাঠা রাজবাড়িতে হয় দুর্গাপুজো!

+
মাঠা

মাঠা রাজবাড়ী দুর্গাপুজো

মাঠা, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : জেলার প্রাচীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম মাঠা রাজবাড়ির দুর্গাপুজো। রাজা মোঠা সিং-এর রাজত্বকালে এই পুজোর সূচনা হয়। তার নাম অনুসারে নামকরণ হয় মাঠা গ্ৰামের। এই পুজো আনুমানিক ৩০০ বছরের পুরনো। ‌ অযোধ্যা পাহাড়তলির এই পুজো দেখতে বহু মানুষ ভিড় করেন। বংশপরম্পরায় এই পুজো চলে আসছে আজও।
অন্যান্য রাজবাড়ির তুলনায় মাঠা রাজবাড়ির রূপ অনেকটাই আলাদা। ব্রিটিশ শাসনকালে রাজা বয়ার সিং তাদের বশ্যতা স্বীকার করেননি{ সেই কারণেই এই রাজবাড়ির জৌলুস অন্যান্য রাজবাড়ির তুলনায় অনেকটাই কম ছিল। বর্তমানে এই পুজো সর্বজনীন পুজো হয়ে গিয়েছে। তবে রাজবাড়ির সমস্ত নিয়ম নীতি মেনেই দুর্গাপুজো হয়ে আসছে।
আরও পড়ুন : তুলোয় ‘এই’ রস জাস্ট কয়েক ফোঁটা! ঠাকুর দেখতে যাওয়ার আগেই উধাও চোখের নীচের কালি! ডার্ক সার্কল দূর করার ম্যাজিক টোটকা!
এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা রসু কালিন্দী বলেন, তিনি ছোটবেলা থেকে এই দুর্গাপুজো দেখে আসছেন। ‌ সারা বছরই পুজোর অপেক্ষায় থাকেন তারা। এটা তাদের গ্রামের ঐতিহ্য। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ নাম মাঠা। মাঠা পাহাড়ের নীচে গড়ে উঠেছে একাধিক নেচার ফ্রেন্ডলি ক্যাম্প ও ফরেস্ট রিসোর্ট। অফবিট পর্যটনের অন্যতম জায়গা এটি। তাই এই দুর্গাপুজোকে ঘিরে পর্যটকদেরও উৎসাহ থাকে তুঙ্গে। ‌
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja : পুরুলিয়ার রাজবাড়িতে ৩০০ বছরের প্রাচীন এই পুজো আজ সর্বজনীন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement