Purulia News: স্ত্রীকে হত্যার অভিযোগ, দীর্ঘদিন জেলে! অবশেষে প্রমাণের ভিত্তিতে বেকসুর মুক্তি পেলেন স্বামী

Last Updated:

Purulia News: তিন বছর ছিলেন জেলে। মামলা চলার তিন বছর পর সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বেকসুর খালাস করার নির্দেশ দেন বিচারক সৌমক দাস।

+
তিন

তিন বছর পর বেকসুর খালাস ভাদরী শবর

পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতার হয়েছিলেন স্বামী, তিন বছর পর তাকে বেকসুর খালাস করল আদালত। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত লটপদা গ্রামে। এই গ্ৰামের বাসিন্দা ভাদরী শবর। গত ২২ নভেম্বর ২০২২ সালে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। তিন বছর ছিলেন জেলে। মামলা চলার তিন বছর পর সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বেকসুর খালাস করার নির্দেশ দেন বিচারক সৌমক দাস।
জানা যায়, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটির জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন ভাদরী শবর।নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন তিনি। এ বিষয়ে আইনজীবী অনির্বাণ অধিকারী বলেন, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটির পক্ষ থেকে ডিফেন্স করার জন্য তাকে নিয়োগ করা হয়। মামলা যথেষ্ট জটিল ছিল। ‌তিনি তার সাধ্যমত চেষ্টা করেছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর ভাদরী শবর বেকসুর খালাস হলেন।
advertisement
আরও পড়ুন: ‘দলবিরোধী কাজ’, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল হাইকোর্ট! দেশের ইতিহাসে প্রথম, মামলা জিতলেন শুভেন্দু
advertisement
এ বিষয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটি সেক্রেটারি সুলতান মামুদ বলেন, ডিএলএসএ প্যানেলের আইনজীবী অনির্বাণ অধিকারী এই মামলা ডিফেন্স করছিলেন। ভাদরী শবরের কেসটা খুবই জটিল ছিল, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই হয়েছে। যাদের সামর্থ্য থাকে না, তাদের জন্য বিনা খরচে সঠিক আইনি সহায়তা দিয়ে আসছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটি এবং তাদের জন্য যথেষ্ট চেষ্টা করে আইনজীবীরা, তা আরও একবার প্রমাণিত হল।” এ বিষয়ে ভাদরী শবর বলেন, এতদিন পর জেল থেকে মুক্তি পেয়ে ভাল লাগছে।‌
advertisement
বাড়ি ফিরে গিয়ে কোনও কাজ কর্মের মধ্যে যুক্ত হবেন তিনি। দীর্ঘ তিন বছর ধরে চলে মামলা। অবশেষে তিন বছর পর মিলল মুক্তি। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ভাদরী শবরকে বেকসুর খালাস করল আদালত। ‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: স্ত্রীকে হত্যার অভিযোগ, দীর্ঘদিন জেলে! অবশেষে প্রমাণের ভিত্তিতে বেকসুর মুক্তি পেলেন স্বামী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement