রাখির সাতসকালে ট্রেন দুর্ঘটনা! বিভিন্ন রুটের ২২টি ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন তালিকা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
কাকভোরে উল্টে গেল মালগাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামলা দিচ্ছে রেল কর্তৃপক্ষ। বাতিল ২২টি ট্রেন।
চান্ডিল, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ ফের ট্রেন দুর্ঘটনা। আদ্রা ডিভিসনের চান্ডিল রেল স্টেশনের অদূরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৩টের সময়। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন লোহা বোঝাই মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎই চান্ডিল স্টেশনের অদূরে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে প্রায় ২০টি ওয়াগন বেলাইন হয়। এই ঘটনার জেরে বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনের বেশ কিছু ট্রেন। তার মধ্যে রয়েছে আদ্রা ডিভিশনের কিছু ট্রেন ও চক্রধরপুর ডিভিশনের কিছু ট্রেন।
কাকভোরে মালগাড়ি বেলাইন হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও রেলের অন্যান্য কর্মকর্তারা। শুরু হয় মালগাড়ি উদ্ধারের কাজ। এই ট্রেন দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনের গুরুত্বপূর্ণ ২২টি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ স্কুল তো নয়, যেন সহজ পাঠের মলাট, ভাইরাল মালতি মুর্মুর জেলায় অন্য চিত্র! না দেখলে বিশ্বাস হবে না
advertisement
advertisement
জেনে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ
আপ 68093 খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু ট্রেন।
ডাউন 68023 ঝাড়গ্রাম-পুরুলিয়া-খড়গপুর ট্রেন।
আপ 20898 রাচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।
ডাউন 20897 হাওড়া-রাঁচি বন্দেভারত এক্সপ্রেস।
এছাড়াও ঘুর পথে চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন। তার মধ্যে রয়েছেঃ
12801 ভুবনেশ্বর-নিউদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস।
22891 হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।
22892 রাঁচি-হাওড়া এক্সপ্রেস।
আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় মুরাডিতে মহিলার কী মর্মান্তিক পরিণতি! শুনে চোখে জল চলে আসবে
পরবর্তীতে প্রয়োজনে আরও ট্রেন বাতিল হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মালগাড়ি চালক সুরক্ষিত রয়েছে বলেই খবর মিলেছে। এই ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ-পূর্ব রেলে আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। প্রায়শই ট্রেন লেট হওয়ার কারণে দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। এই রুটের বেশিরভাগ ট্রেন সঠিক সময়ে পৌঁছায় না গন্তব্যে। তারই মধ্যে এদিনের ট্রেন দুর্ঘটনা। এতে যাত্রীদের সমস্যা আরও অনেকখানি বেড়ে গেল। বিশেষ করে রাখি বন্ধনের এই উৎসবের দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 11:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাখির সাতসকালে ট্রেন দুর্ঘটনা! বিভিন্ন রুটের ২২টি ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন তালিকা