জঙ্গলমহলের হারিয়ে যাওয়া গাছ রক্ষা করতে অভিনব উদ্যোগ বনবিভাগের! পড়ানো হল জীববৈচিত্রের পাঠ

Last Updated:

Purulia News: জীবনের প্রতিটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা বাস্তবিকভাবে কী রয়েছে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করতে ও গ্রামের মানুষদের সচেতন করতে একটি বিশেষ সেমিনারের আয়োজন।

+
জীববৈচিত্র্যের

জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বিশেষ সেমিনার

পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: মানব জীবনে চলার পথে জীববৈচিত্রের বিরাট বড় ভূমিকা রয়েছে। যা আজ মানুষ প্রায় ভুলতে বসেছে। জীব বৈচিত্রের উপর আঁচ পড়লে ধ্বংস হয়ে যেতে পারে মানবজীবন। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা বাস্তবিকভাবে কী রয়েছে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করতে ও গ্রামের মানুষদের সচেতন করতে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে। এইদিন সকলের মধ্যে সচেতনতার বিশেষ বার্তা প্রদান করা হয়। পুরুলিয়া জেলার পাঁচটি কলেজ থেকে পড়ুয়ারা এই সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন গ্রামের মানুষও অংশ নেন এই সেমিনারে।
আরও পড়ুনঃ হাঁসের ছানার পর এবার মাছের চারা! কৃষকদের বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে কৃষি বিভাগ
এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জীব বৈচিত্র বিভাগের গবেষক অনির্বাণ রায় বলেন , প্রতিনিয়ত বহু প্রাকৃতিক সম্পদ হারিয়ে যাচ্ছে। এতে মানুষের ক্ষতি হচ্ছে। মানুষ বিপদে পড়ছে। তাই পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই সেমিনার করা হচ্ছে। যাতে তারা নিজেরা সচেতন হতে পারে এবং হারিয়ে যাওয়া সম্পদকে রক্ষা করতে পারে।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে সর্বস্ব ব্যয়! শেষ বয়সে কুঁড়ে ঘরে ঠাঁই, সময়ের স্রোতে অনেকেই ভুলতে বসেছেন ‘মাস্টারমশাই’কে
এ বিষয়ে পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডাঃ সুব্রত রাহা বলেন, পুরুলিয়ায় যে সমস্ত গাছ হারিয়ে যাচ্ছে সেগুলিকে সংরক্ষণ করার জন্য বনবিভাগ , পশ্চিমবঙ্গ জীববৈচিত্র বিভাগ ও ইউনিভার্সিটি একযোগে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। যাতে এই সমস্ত গাছগুলিকে সংরক্ষণ করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের মধ্যে সচেতনতা প্রদান করা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দৈনন্দিন মানুষের জীবনে জীব বৈচিত্রের বিরাট বড় ভূমিকা রয়েছে।‌ বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তেই জীববৈচিত্রের ভারসাম্য বজায় রাখতে হবে। ‌তা না হলে মানব জীবনের উপর বিরাট বড় ঝড় নেমে আসবে। আর তাই স্কুল-কলেজে বিভিন্ন সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জঙ্গলমহলের হারিয়ে যাওয়া গাছ রক্ষা করতে অভিনব উদ্যোগ বনবিভাগের! পড়ানো হল জীববৈচিত্রের পাঠ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement