Purulia News: বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল পুরুলিয়ার নাম! যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার জেলার মেয়ের, গর্বে বুক ভরছে সকলের
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: যোগা প্রতিযোগিতার মঞ্চ কাঁপিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন পুরুলিয়ার রিয়া। তাঁকে নিয়ে আজ গর্বিত গোটা জঙ্গলমহল।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত খেলাধূলার দিক থেকেও জঙ্গলমহলের নাম উজ্জ্বল করছে পুরুলিয়ার ছেলেমেয়েরা। এবার বিশ্বকাপের মঞ্চেও পুরুলিয়ার নাম উজ্জ্বল করলেন জেলার ভূমিকন্যা রিয়া চক্রবর্তী। যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পুরুলিয়ার মেয়ে রিয়া চক্রবর্তী।
গত ২৭ ডিসেম্বর ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করেন তিনি। ১০টি দেশ থেকে ৫৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে পুরুলিয়া থেকে একমাত্র রিয়া অংশগ্রহণ করেছিলেন। ১৪-১৫ বছর বালিকা বিভাগে প্রথম হন তিনি।
আরও পড়ুনঃ শারীরিক সীমাবদ্ধতাকে হার মানিয়ে সোনা জয়! প্যারা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ইতিহাস শিলিগুড়ির মেয়ের, গর্বে বুক ভরছে সবার
বিগত দু-বছর ধরে যোগা শিখছে রিয়া। পড়াশোনার পাশাপাশি যোগার প্রতি তাঁর বিরাট আগ্রহ। বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্রী তিনি। বাবা পেশায় সরকারি কর্মী। পুরুলিয়ার ইরিগেশন কলোনিতে বসবাস করেন তাঁরা। ইতিপূর্বে জেলা স্তর ও রাজ্য স্তরে বিভিন্ন যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। সেখানেও যথেষ্ট ভাল ফলাফল হয়েছিল। এবার সরাসরি বিশ্বকাপ জয়।
advertisement
advertisement
এই বিষয়ে রিয়া চক্রবর্তী জানান, বিশ্বকাপ জয় করবেন সেটা ভাবতে পারেননি। খুবই ভালো লাগছে। প্রশিক্ষকদের অনেকটাই সহযোগিতা পেয়েছেন বলে জানান এই কৃতী কন্যা। রিয়ার ট্রেনার মনোবোধ মাহাতো বলেন, খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। ১০টি দেশের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবুও রিয়া যেভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছে তা প্রশংসনীয়। গোটা জেলার গর্ব সে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রিয়ার এই সাফল্যে আনন্দে আপ্লুত পরিবারের সদস্যরা। মেয়েকে নিয়ে গর্বিত বাবা প্রণব চক্রবর্তী। আগামী দিনে মেয়েকে নিয়ে আরও বড় স্বপ্ন রয়েছে তাঁর। যোগা প্রতিযোগিতার মঞ্চ কাঁপিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন পুরুলিয়ার রিয়া। তাঁকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 01, 2026 11:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল পুরুলিয়ার নাম! যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার জেলার মেয়ের, গর্বে বুক ভরছে সকলের








