Purulia News: আইপিএলের ধাঁচে ৪ দিন ব্যাপী জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! হাজার হাজার টাকার পুরস্কারে খুশির হাওয়া ক্রীড়া মহলে

Last Updated:

Purulia News: আইপিএলের ধাঁচে ক্রিকেট টুর্নামেন্ট, চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয় রঘুনাথপুর প্রিমিয়াম লীগ। এটি তাদের দ্বিতীয় বর্ষের খেলা। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার যুবদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

+
রঘুনাথপুরে

রঘুনাথপুরে ক্রিকেট টুর্নামেন্ট

রঘুনাথপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আইপিএলের ধাঁচে ক্রিকেট টুর্নামেন্ট, চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয় রঘুনাথপুর প্রিমিয়াম লীগ। এটি তাদের দ্বিতীয় বর্ষের খেলা। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার যুবদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলে এই টুর্নামেন্ট। দর্শকদের করতালিতে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম। মোট ১২-টি টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এই খেলায়। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মহাদেব ফাইটার। বিজিত দল এস.আর চ্যাম্পিয়ন।
এ বিষয়ে কমিটির সদস্য তুষার কান্তি রায় বলেন, চারদিন ব্যাপী তাদের এই টুর্নামেন্ট একেবারে জমে উঠেছিল। এই খেলায় যারা প্রথম হয়েছে তারা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৪৪,৪৪৪ টাকা নগদ অর্থ। যারা রানার্স হয়েছে তারা পেয়েছেন একটি ট্রফি ও ৩৩,৩৩৩ টাকা নগদ অর্থ।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় ব্যক্তি সাদ্দাম আনসারী বলেন, বিগত বছর আটটা টিম নিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল। তাতে তারা যথেষ্ট সাড়া পেয়েছিলেন, এই বছর ১২-টি টিম নিয়ে এই টুর্নামেন্ট হল। আগামী দিনে এই ক্রিকেট টুর্নামেন্ট আরও বড় আকারে হবে। পরবর্তীতে এই জায়গা থেকেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়রা উঠে আসবে এমনটাই আশা রাখছে তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চারদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়া-প্রেমীরা ঢল নেমেছিল রঘুনাথপুর সাব-ডিভিশনাল স্টেডিয়ামে। কাতারে কাতারে দর্শকদের ভিড় জমেছিল। এই খেলা এলাকার যুব ক্রিকেটারদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: আইপিএলের ধাঁচে ৪ দিন ব্যাপী জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! হাজার হাজার টাকার পুরস্কারে খুশির হাওয়া ক্রীড়া মহলে
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement