Purulia News: ভয়কে জয় করে শিখরে ওঠা! অটিজম আক্রান্ত কিশোর-কিশোরীদের পাহাড়ে চড়ার প্রশিক্ষণ, আত্মবিশ্বাস বাড়াতে অনন্য উদ্যোগ
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: কিশোর-কিশোরীদের অভিভাবকেরা জানান, এই প্রশিক্ষণে অংশ নেওয়ার পর তাঁদের সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং তাঁরা ধীরে ধীরে আরও স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাচ্ছে।
পুরুলিয়া, শান্তনু দাসঃ তাঁদের মধ্যে কেউ স্পষ্টভাবে কথা বলতে পারেন না, কেউ আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে গিয়েও অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু তাই বলে তাঁরা প্রতিবন্ধী বা মানসিকভাবে অসুস্থ, এমনটা একেবারেই নয়। তাঁরা সকলেই অটিজম আক্রান্ত। এবার এমনই কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস ও সাহস বাড়াতে পাহাড়ে চড়ার মতো এক অভিনব এবং প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে কলকাতার নিমতা বিকল্প বিকাশ ওয়েলফেয়ার সোসাইটি।
রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩৭ জন অটিজম আক্রান্ত কিশোর-কিশোরীদের বর্তমানে পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পাহাড়ে চড়ার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে তাঁদের সঙ্গে উপস্থিত রয়েছেন তাঁদের অভিভাবকেরাও। এই উদ্যোগের মাধ্যমে প্রকৃতির কোলে থেকে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারছে।
advertisement
আরও পড়ুনঃ শীতের রাতে বাঁকুড়ায় হাতির তাণ্ডব! ভাঙল একের পর এক বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল তিন পরিবার
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের অভিভাবকেরা জানান, পাহাড়ে চড়ার এই প্রশিক্ষণে অংশ নেওয়ার পর তাঁদের সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং তাঁরা ধীরে ধীরে আরও স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিমতা বিকল্প বিকাশ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অনির্বাণ মজুমদার বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হল অটিজমে আক্রান্ত কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সাহস সঞ্চার এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেওয়া। পাশাপাশি তাঁদের মধ্যে লুকিয়ে থাকা সক্ষমতা ও দক্ষতাকে সামনে আনা।” সব মিলিয়ে, এই উদ্যোগ প্রমাণ করে, সঠিক সহায়তা ও সুযোগ পেলে অটিজমে আক্রান্ত কিশোর-কিশোরীরাও নিজেদের সক্ষমতা দিয়ে সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে সমাজের মূল স্রোতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 06, 2026 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ভয়কে জয় করে শিখরে ওঠা! অটিজম আক্রান্ত কিশোর-কিশোরীদের পাহাড়ে চড়ার প্রশিক্ষণ, আত্মবিশ্বাস বাড়াতে অনন্য উদ্যোগ









