পুরুলিয়া থেকে সোজা আরজি কর! ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া সাফল্য ঈশিতার, জানুন সর্বভারতীয় র‍্যাঙ্ক

Last Updated:

পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে ঈশিতা মণ্ডলের নজরকাড়া সাফল্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। সুযোগ পেয়েছে দেশের অন্যতম স্বনামধন্য চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে।

+
প্রত্যন্ত

প্রত্যন্ত গ্রামের মেয়ে ঈশিতা মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে ঈশিতা মন্ডলের নজরকাড়া সাফল্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। সর্বভারতীয় স্তরে ১৪,০১৮ র‍্যাঙ্ক করে সে সুযোগ পেয়েছে দেশের অন্যতম স্বনামধন্য চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে।
পুরুলিয়া জেলার সাঁতুড়ির কোটালডি গ্রামের সরল-সাধা পরিবেশে বেড়ে ওঠা ঈশিতার ছোট থেকেই স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার। প্রত্যন্ত গ্রামের মেয়ে বলে অনেকেই ভেবে নিয়েছিলেন, ঈশিতা বোধ হয় জীবনে বড় কিছু করতে পারবে না। কিন্তু সমাজের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আজ ঈশিতা নিজের সাফল্যের মাধ্যমে ভেঙে দিয়েছে। তার বিশ্বাস, “নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে সমাজের সংকীর্ণতা নয়, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমই হয় সবচেয়ে বড় চাবিকাঠি।”
advertisement
advertisement
পুরুলিয়ার ঈশিতার ভবিষ্যৎ পরিকল্পনাও অত্যন্ত প্রশংসনীয়। ছোটবেলা থেকেই নারীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলো তাকে গভীরভাবে ভাবিয়ে তুলত। সেই থেকেই সে ঠিক করে ফেলে, বড় হয়ে সে হবে একজন গাইনোকোলজিস্ট, এমন একজন চিকিৎসক যিনি সমাজের প্রান্তিক নারীদের পাশে দাঁড়াবে, তাঁদের স্বাস্থ্য ও মর্যাদার সুরক্ষা নিশ্চিত করবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঈশিতার শিক্ষাজীবনের পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবা আদিত্য প্রসাদ মণ্ডল ও মা ঝুমা গোপ মন্ডলের। দু’জনেই প্রথম থেকে মেয়ের শিক্ষাজীবনের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল ও সমর্থনশীল। ঈশিতার এই যাত্রা শুধুমাত্র তার একার সাফল্য নয়, এটি প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের কাছে এক জীবন্ত প্রেরণা, যারা প্রতিদিন প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে চায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়া থেকে সোজা আরজি কর! ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া সাফল্য ঈশিতার, জানুন সর্বভারতীয় র‍্যাঙ্ক
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement