Ancient Temple: ৯ চূড়া, ৪০ ফুট উচ্চতার জরাজীর্ণ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ৫০০ বছরেরও বেশি প্রাচীন ইতিহাস

Last Updated:

Ancient Temple in East Medinipur: নয় চূড়া বিশিষ্ট ৪০ ফুট উঁচু মন্দির, দিঘা ভ্রমণ শেষে ঘুরে যেতে পারেন এই মন্দিরে।

+
পালপাড়া

পালপাড়া কিশোর জীউ মন্দির 

পটাশপুর, মদন মাইতি: ৪০ ফুট উচ্চতা। নয় চূড়া বিশিষ্ট তিনতলা মন্দির। প্রায় ৫৫০ বছরের প্রাচীন পটাশপুরের পালপাড়া কিশোর জীউর নবরত্ন মন্দির। একসময় এলাকার গৌরব ছিল এই মন্দির। এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইট পাথর খসে পড়ছে। চূড়াগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবু ইতিহাসের ভার বহন করে আজও মাথা উঁচু করে আছে এই মন্দির। মন্দিরের ইতিহাস জানলে চমকে উঠবেন যে কেউ। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কিশোর জীউর নবরত্ন মন্দির। এখন এই মন্দির স্থানীয়দের কাছে এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তবে বহু পর্যটকেরই এখনও এই মন্দির সম্পর্কে তথ্য অজানা।
মেদিনীপুরের ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষক অরিন্দম ভৌমিক তাঁর ‘মেদিনী কথা’ গ্রন্থে এই মন্দিরের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, আনুমানিক সপ্তদশ শতকের শেষের দিকে মন্দিরটি নির্মিত হয়। তৎকালীন এলাকার জমিদার রায় মহাপাত্র এই মন্দিরের প্রতিষ্ঠাতা। প্রতাপভান বা নাইগাঁ দণ্ডপাটের শেষ রাজা অমর সিংয়ের মৃত্যুর পর রাজ্যের নয় আনা অংশের অধিকার পান রায় মহাপাত্র পরিবার। এরপরই তাঁরা জমিদারি পত্তন করেন। সেই সময় থেকেই কিশোর জীউর উপাসনা শুরু হয়। ধীরে ধীরে এই মন্দির এলাকায় ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হয়ে ওঠে। বহু উৎসব ও পার্বণের সাক্ষী থেকেছে এই মন্দির।
advertisement
আঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথ দাস মন্দিরটির গঠন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন তাঁর ‘পটাশপুরের সেকাল-একাল’ গ্রন্থে। মন্দিরটি ২০ ফুট বর্গাকার। উচ্চতা ৪০ ফুটেরও বেশি। নয়চূড়া বিশিষ্ট এই মন্দিরের তিনতলায় একসময় ওঠা যেত। বর্তমানে কেন্দ্রীয় চূড়া ছাড়া বাকি সব চূড়াই বিনষ্ট। মন্দিরের অলংকরণও প্রায় মুছে গিয়েছে। প্রবেশপথের দেওয়ালে কূর্ম, মৎস্য, বরাহ ও নৃসিংহ অবতারের টেরাকোটা ফলক এখনও চোখে পড়ে। ত্রিখিলান দালানের ছাদ অর্ধগোলাকৃতি খিলানের উপর নির্মিত। গর্ভগৃহের ছাদ গঠিত পাশখিলানের উপর রক্ষিত গম্বুজ দ্বারা।
advertisement
advertisement
আরও পড়ুন : ডায়াবেটিসের মহৌষধ! ব্লাড প্রেশারের ব্রহ্মাস্ত্র! অ্যানিমিয়ার সুপারডোজ! মুলোর শাক ফেলে না দিয়ে খেলে সুস্থতার সিন্দুকের চাবি আপনারই হাতে!
দিঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই ইতিহাসবিজড়িত মন্দির। পর্যটকদের কোলাহল থেকে কিছুটা দূরে, নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে পালপাড়া কিশোর জীউর নবরত্ন মন্দির। বাজকুল থেকে এগরা–বাজকুল রাজ্য সড়ক ধরে প্রায় ২৩ কিলোমিটার পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় পালপাড়ায়। দিঘা ভ্রমণ শেষে ইতিহাস ও প্রাচীন স্থাপত্যে আগ্রহী পর্যটকরা চাইলে একবার ঘুরে আসতেই পারেন এই মন্দিরে। স্বল্প সময়ে কাছাকাছি একটি ঐতিহাসিক স্থান দেখার সুযোগ এনে দেয় এই পালপাড়া কিশোর জীউর নবরত্ন মন্দির।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ancient Temple: ৯ চূড়া, ৪০ ফুট উচ্চতার জরাজীর্ণ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ৫০০ বছরেরও বেশি প্রাচীন ইতিহাস
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement