Purba Bardhaman News: পিকনিকে বচসার জের, গুলি বোমায় কেঁপে উঠলো এলাকা, কোথায়

Last Updated:

পিকনিকে (Picnic) গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দু দল যুবক (Violence in Picnic)। সেই বিবাদ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC) রূপ নিল।

Purba Bardhaman: Violence during picnic
Purba Bardhaman: Violence during picnic
#বর্ধমান: পিকনিকে (Picnic) গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দু দল যুবক  (Violence in Picnic)। সেই বিবাদ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC) রূপ নিল। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের বেলকাশ অঞ্চলের ইদিলপুর ফকিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা (Violence) দেখা দিয়েছে। বোমা, বন্দুক নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ তুলেছে দু পক্ষই। গুলিতে একজন জখম হয়েছে বলে দাবি স্হানীয়দের। তার উরুতে গুলি লাগে। তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার দখল কাদের হাতে থাকবে তা নিয়ে শাসক দলের দুটি গোষ্ঠীর (TMC) মধ্যে রেষারেষি থাকলেও এতোদিন বেলকাশ অঞ্চল শান্তই ছিল। কিন্তু পিকনিকে একটি বচসাকে কেন্দ্র করে রীতিমত অশান্ত হয়ে উঠলো বর্ধমান শহর লাগোয়া এই এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে এলাকায় বোমাবাজি হয়। গুলি চলে। আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই ঘরে ঢুকে যান। তাঁদের দাবি, এলাকায় আরও অনেক বোমা গুলি মজুত রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সে সব বাজেয়াপ্ত করুক। নচেৎ ফের অশান্তি শুরু হবে।
advertisement
advertisement
ইংরেজি নববর্ষের প্রথম দিন দামোদরের তীরে ইদিলপুরে পিকনিক (Picnic) করতে গিয়েছিলেন অনেকেই। সেখানেই দুপুরের পর গাড়ি পার্ক করা নিয়ে দু দল যুবকের মধ্যে বচসা  (Violence in Picnic) হয়। তার জেরে কিছু যুবককে আটকে রাখা হয় বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু পক্ষকে নিয়ে আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা হয়। কিন্তু রবিবার সকাল থেকেই বোমা গুলির শব্দে আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। এক পক্ষের অভিযোগ, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি (BJP) করতে গিয়েছিল তারাই এখন তৃণমূলের (TMC) দখল নিতে চাইছে। তাতে বাধা পেয়েই বোমা গুলির আশ্রয় নিচ্ছে তারা। অন্য পক্ষের অভিযোগ,এলাকার দখল নিজেদের হাতে রাখতেই দুষ্কৃতীদের একজোট করে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। দু পক্ষেরই দাবি, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।
advertisement
বিজেপির (BJP) অভিযোগ, এলাকায় তোলাবাজি নিয়ে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। সাধারন মানুষকে তার ফল ভোগ করতে হচ্ছে। এটাই তৃণমূলের সংস্কৃতি। এলাকায় দামোদরের বেআইনি বালিঘাট রয়েছে। সেখানের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়েই এই লড়াই। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, পিকনিক করা নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিবাদের জেরে গোলমাল। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: পিকনিকে বচসার জের, গুলি বোমায় কেঁপে উঠলো এলাকা, কোথায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement