৬ বছর আগে ভেঙে যাওয়া ব্রিজ সারাই হয়নি আজও! সরকার টাকা দিলেও টেন্ডার নিয়ে টালবাহানা! জেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Protest Demanding Bridge: ২০১৮ সালে ঝাড়গ্রামের পুতরঙ্গি খালের উপর থাকা সেতু ভেঙে পড়েছে। প্রায় ছয় বছর হতে চলল এখনও সেই ব্রিজ আজও নির্মাণ হয়নি। বিভিন্ন প্রশাসনের দারস্থ হয়েও সমাধান হয়নি কিছুই। শুধুই মিলেছে প্রতিশ্রুতি।
ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রামের জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল চাঁদাবিলা গ্রামের মানুষ-সহ ৮টি গ্রামের মানুষ। জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করে চলল বিক্ষোভ। ব্রিজের দাবিতে জমা পড়ল গণডেপুটেশন।
২০১৮ সালে পুতরঙ্গি খালের উপর থাকা সেতু ভেঙে পড়েছে। তার পর থেকে হয়নি কোন ব্যবস্থা। সারাই তো দূরের কথা। প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থাও করা হয়নি। সেতু সারাইয়ের দাবিতে বিভিন্ন সময় রাস্তা অবরোধ করেছেন, কখনও বিভিন্ন প্রশাসনের দারস্থ হয়েছেন তারা। শুধু মিলেছে প্রতিশ্রুতি। সমাধান হয়নি কিছুই।
আরও পড়ুনঃ পুজোর মুখে নতুন জিএসটি, রাজ্যের প্রান্তিক এলাকায় কতটা মিলছে সুবিধা? জানুন তাদের প্রতিক্রিয়া
প্রায় ৯টি গ্রামের বাসিন্দারা এবার একজোট হয়ে জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করেন। যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিশ্রুতি মেলার পরেই এই কর্মসূচি তুলেন তারা। জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই ব্রিজ নির্মাণের শুরু করা হবে। এই বিষয় নিয়ে গ্রামবাসীরা জানান, ব্রিজের কাজ যদি না হয় আগামী দিনের তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এজেন্ট মারফত ইরাকে কাজে গিয়ে বিপাকে! আটক পরিযায়ী শ্রমিকেরা, ফেরার কথা বললেই জুটছে মার, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা
সাপধরা গ্রাম পঞ্চায়েতের ছোট চাঁদাবিলা গ্রাম-সহ ৮-১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ এই পুতরঙ্গি খালের উপর দিয়ে থাকা সেতু। যা ভেঙে পড়াই ভোগান্তিতে পড়েছে গ্রামের মানুষ। প্রায় ছয় বছর হতে চলল এখনও সেই ব্রিজ আজও নির্মাণ হয়নি। সরকার টাকা দিয়েছে অথচ সেই টাকা দিয়ে টেন্ডার না করেই টালবাহানা চলছে, যা নিয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। প্রশাসনের দ্বারস্থ হয়েও এতদিনে মেলানি কোন উত্তর। জামিয়া অভিযোগ করছেন গ্রামের মানুষ।।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
September 25, 2025 7:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৬ বছর আগে ভেঙে যাওয়া ব্রিজ সারাই হয়নি আজও! সরকার টাকা দিলেও টেন্ডার নিয়ে টালবাহানা! জেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ