New GST: পুজোর মুখে নতুন জিএসটি, রাজ্যের প্রান্তিক এলাকায় কতটা মিলছে সুবিধা? জানুন তাদের প্রতিক্রিয়া
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
GST 2.0: সম্প্রতি পুজোর মুখে দেশে নতুন জিএসটি চালু হয়েছে। আর তাতেই কিছুটা স্বস্তিতে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার মানুষজন। নতুন জিএসটি নিয়ে কী বলছেন জঙ্গলমহলের মানুষজন?
ঝালদা, পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়া। এই জেলার একাংশ মানুষ সময়ের সঙ্গে সঙ্গে যেমন অগ্রগতির সঙ্গে এগিয়ে চলেছে তেমনই আর একাংশ মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রামের সঙ্গে লড়াই করে জীবন জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি পুজোর মুখে দেশে নতুন জিএসটি চালু হয়েছে। আর তাতেই কিছুটা স্বস্তিতে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার মানুষজন। নতুন জিএসটির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সরাসরি কমেছে।
পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের এই বড়সড় ঘোষণায় খুশির হাওয়া জঙ্গলমহলে। এ বিষয়ে ঝালদা এলাকার এক ব্যবসায়ী আনন্দ বিশ্বাস বলেন, নতুন জিএসটি যা হয়েছে সেই অনুসারী তিনি ওষুধ বিক্রি করবেন। সরকার যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভাল। এই উদ্যোগ আরও আগে নেওয়া হলে ভাল হত।
আরও পড়ুনঃ এজেন্ট মারফত ইরাকে কাজে গিয়ে বিপাকে! আটক পরিযায়ী শ্রমিকেরা, ফেরার কথা বললেই জুটছে মার, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা
এ বিষয়ে ঝালদা এলাকার এক বাসিন্দা প্রসেনজিৎ কুইরি বলেন, নতুন জিএসটির ফলে ওষুধের দাম অনেকটাই কমেছে। এতে অনেকটাই উপকার হয়েছে তার। সাধারণ মানুষ এর ফলে অনেকটাই সুবিধা পাবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর মরশুমে নিরাপত্তা নিয়ে কোন আপস নয়! জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা কোস্টগার্ডের, পর্যটকদের জন্য রইল বিশেষ বার্তা
নতুন জিএসটি প্রকাশিত হওয়ার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকখানি কমেছে। এতে খুশি জঙ্গলমহলের বাসিন্দারা। পুজোর আগে জঙ্গলমহলবাসীদের কাছে বড় উপহার এটি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
September 25, 2025 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New GST: পুজোর মুখে নতুন জিএসটি, রাজ্যের প্রান্তিক এলাকায় কতটা মিলছে সুবিধা? জানুন তাদের প্রতিক্রিয়া