Durga Puja 2024: 'পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে'! শারদোৎসব নিয়ে কী বলছেন প্রতিবাদীরা?

Last Updated:

RG Kar Case Durga Puja 2024: এখন আন্দোলনকারীদের দাবি, "পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে"। সোশ্যাল মিডিয়াতেও এখন এ হেন প্রচার চোখে পড়ছে।

+
প্রতিবাদে

প্রতিবাদে নারীরা

উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে যখন রাজ্য জুড়ে চলছে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন, সেই আবহে আসছে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। অন্যান্য বছর পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় নতুন জামাকাপড় কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন গুলিতে একে অপরকে পূজোর মাধ্যমে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। তবে এবার দুর্গাপুজো শিয়রে এসে ঠেকলেও, কোথাও যেন ভাটা পড়েছে এই শারদ আনন্দে।
রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে নারী ও সাধারণ মানুষের এখন একটাই দাবি আরজি কর কাণ্ডে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হওয়া তরুণী চিকিৎসকের মৃত্যুর রহস্য প্রকাশ্যে নিয়ে এসে, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দেওয়া হোক দৃষ্টান্তমূলক সাজা। সেই লক্ষ্যেই যেন এ বছরের শারদ উৎসব হতে চলেছে অনেকটাই শোকের আবহে। জেলা-সহ বিভিন্ন জায়গায় নানা ভাবে আন্দোলনে সামিল হচ্ছেন মানুষজন। মহিলারা ‘রাত দখল’ থেকে মানববন্ধন করে নানাভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছেন।
advertisement
advertisement
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করা হলেও, তা দুর্নীতির মামলায়। এই পরিস্থিতিতে এখন আন্দোলনকারীদের দাবি, “পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে”। সোশ্যাল মিডিয়াতেও এখন এ হেন প্রচার চোখে পড়ছে। তাই ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষই এখন শারদ উৎসবের আনন্দকে সরিয়ে রেখে চাইছেন নির্যাতিতা তরুণীর খুনের বিচার। ‘রাত দখল’-এ অংশ নেওয়া মহিলারা জানাচ্ছেন, যেখানে ‘জ্যান্ত দুর্গা’র এমন করুণ পরিণতি হয়, সেখানে মা-ও এসে সুরক্ষিত নয়। তাই যতদিন না বিচার হচ্ছে ততদিন আনন্দকে সরিয়ে রেখে, নারীদের অধিকার রক্ষার এই আন্দোলন চালিয়ে যাবেন প্রতিবাদীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: 'পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে'! শারদোৎসব নিয়ে কী বলছেন প্রতিবাদীরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement