Primary School Teachers Late Video: ঘড়ির কাঁটায় ১১:০৫, হেলেদুলে আসছেন শিক্ষকরা! দেরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন অভিভাবকরা

Last Updated:

শিক্ষকরা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যেমন দেরিতে স্কুলে আসেন, তেমনই ঠিকঠাকভাবে পড়াশোনা করান না বলেও অভিযোগ। কিন্তু বুধবার অভিভাবকদের সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রামনগর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশরথী: সরকারি নিয়মের তোয়াক্কা না করে নিয়মিত দেরিতে স্কুলে ঢোকেন শিক্ষকরা। বারবার বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন অভিভাবকরা। এরপরই ‘সবক’ শেখাতে অভিনব পন্থা অবলম্বন করেন তাঁরা। শিক্ষকদের দেরিতে স্কুলে আসার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়! যেখানে দেখা যাচ্ছে, সকাল ১১:০৫ বেজে গিয়েছে, অথচ হেলেদুলে স্কুলে ঢুকছেন শিক্ষকরা। পূর্ব মেদিনীপুরের রামনগর-২ ব্লকের মৈতনা অঞ্চলের উত্তর কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে করা এই ভাইরাল ভিডিও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
এই প্রাথমিক স্কুলে শিক্ষকরা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যেমন দেরিতে স্কুলে আসেন, তেমনই ঠিকঠাকভাবে পড়াশোনা করান না বলেও অভিযোগ। কিন্তু বুধবার অভিভাবকদের সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাঁদের মধ্যে একাংশ আগে থেকেই মোবাইলের ক্যামেরা অন করে ওঁত পেতে বসেছিলেন। সকাল সাড়ে দশটা বেজে গেছে অথচ স্কুল ফাঁকা। অবশেষে ১১টা বেজে ৫ মিনিটে প্রথমে এক শিক্ষক এলেন। এরপর অভিভাবক ও গ্রামবাসীদের উত্তেজনা চরমে পৌঁছয় যখন প্রধান শিক্ষক সহ বাকি আরও দুই শিক্ষক ২০ মিনিট পর, অর্থাৎ প্রায় সাড়ে এগারোটা নাগাদ ধীরেসুস্থে স্কুলে প্রবেশ করেন। এই দৃশ্য ক্যামেরাবন্দী করে নেন অভিভাবক ও গ্রামবাসীরা।
advertisement
আর‌ও পড়ুন: সাত সকালে ভরা বাজারের মধ্যে ATM লুঠ! গণধোলাই খেয়ে হাসপাতালের বিছানায় ৩ দুষ্কৃতি
কেন প্রতিদিন নির্ধারিত সময়ের এতটা পরে তাঁরা স্কুলে আসেন, সেই নিয়ে প্রশ্ন করলে শিক্ষকরা কোনও সদুত্তর দিতে পারেননি। এর পরই শিক্ষকদের দেরিতে আসার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিভাবক ও গ্রামবাসীরা এবার বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।
advertisement
advertisement
আর‌ও পড়ুন: টানা একমাসের বন্যায় নিঃস্ব ঘাটাল, শেষ সঞ্চয়
শিক্ষকদের নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসা প্রসঙ্গে আমরা স্কুল পরিদর্শক প্রতিমা বাক্সের সঙ্গে কথা বলি। তিনি বলেন, এই বিষয়ে কিছু জানেন না। তবে বিষয়টা জেনে প্রতিক্রিয়া দেবেন বলে জানান। এখন দেখার বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়। একটা বিষয় পরিষ্কার, লাগাতার শিক্ষকদের দেরিতে আসার ঘটনায় অভিভাবক ও গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Primary School Teachers Late Video: ঘড়ির কাঁটায় ১১:০৫, হেলেদুলে আসছেন শিক্ষকরা! দেরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন অভিভাবকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement