Ghatal Flood Situation: টানা একমাসের বন্যায় নিঃস্ব ঘাটাল, শেষ সঞ্চয়
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
নিচু এলাকাগুলি সব জলের তলায়। উঁচু এলাকাগুলিতে পরিষেবা মিললেও ডিঙি নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থায় আর্থিক ও মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন সবাই
ঘাটাল,পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বৃষ্টি পড়ার যেমন খামতি নেই, তেমনই ঘাটালে যেন বন্যার কোনও শেষ নেই! প্রায় একমাস হতে চলল এখনও জল নামার নাম গন্ধ নেই। কয়েক ঘণ্টার জন্য বৃষ্টি থামলেও রোদের দেখা এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ঢাকাবাসীর কাছে। এই পরিস্থিতিতে প্রবল সঙ্কটে পড়েছে ঘাটালের মানুষ।
দীর্ঘ একমাস হয়ে গেল স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা। গ্রামের পর গ্রাম, পথঘাট, স্কুল সব জলের তলায়। কোথাও হাঁটু জল তো আবার কোথাও বুক সমান জল দাঁড়িয়ে। নিচু এলাকাগুলি সব জলের তলায়। উঁচু এলাকাগুলিতে পরিষেবা মিললেও ডিঙি নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থায় আর্থিক ও মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন সবাই।
advertisement
আরও পড়ুন: প্যাকেটের মধ্যে ওটা কী? খুলতেই ভয়ে-আতঙ্কে ছিটকে গেল সবাই! মহেশতলায় হাড়হিম ঘটনা
সাম্প্রতিক তথ্য অনুসারে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় প্রায় দুই লক্ষ মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিভিসি’র ঝাড়খণ্ডের বাঁধ থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যার ফলে ঘাটাল এবং আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ত্রাণ ও উদ্ধার কাজ করে চলেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ঘাটাল, চন্দ্রকোনা এবং দাসপুর। যেখানে বন্যার কারণে অনেক স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। ত্রাণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্য ও সহায়তা প্রদানের জন্য কাজ করে চলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 10:39 AM IST