Packed Wrapped Body Recovered: প্যাকেটের মধ্যে ওটা কী? খুলতেই ভয়ে-আতঙ্কে ছিটকে গেল সবাই! মহেশতলায় হাড়হিম ঘটনা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
শ্বশুরবাড়িতে যাবেন বলে দিন ২০-২২ আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাজউদ্দিন। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছিল
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্যাকেট খুলতেই বেরিয়ে এল মানুষের দেহ! এই হাড়হিম করা ঘটনাটি মহেশতলারর রবীন্দ্রনগর থানা এলাকার। একটি জঙ্গলের মধ্যে থেকে এই প্যাকেট বন্দি মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের নাম তাজউদ্দিন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে যাবেন বলে দিন ২০-২২ আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাজউদ্দিন। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছিল। এর কিছুদিন পর তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলার আকড়া স্টেশনের পাশে। সঙ্গে সঙ্গে স্থানীয় রাজাবাগান থানায় বিষয়টি জানানো হয়।
advertisement
আরও পড়ুন: মোবাইলে চার্জ দিতে গিয়ে তরুণীর মৃত্যু, জলাশয়ে পড়ে বৃদ্ধের দেহ! এই এলাকায় শুধুই হাহাকার
এরপর পুলিশ তদন্ত আরও জোরদার করে। এবার রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে প্যাকেটে দড়ি বাঁধা অবস্থায় তাজউদ্দিনের পচাগলা দেহ উদ্ধার হল। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাজউদ্দিনের পরিবার দেহটি সনাক্ত করেছে। পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা কারোর কাছেই এখনও পরিষ্কার নয়।
advertisement
advertisement
মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় মিঠু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়েরও হয়েছে। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত মিঠু পলাতক। বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার একযোগে তদন্ত করেছে রবীন্দ্রনগর থানা এবং রাজাবাগান থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাপা আতঙ্ক রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 10:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Packed Wrapped Body Recovered: প্যাকেটের মধ্যে ওটা কী? খুলতেই ভয়ে-আতঙ্কে ছিটকে গেল সবাই! মহেশতলায় হাড়হিম ঘটনা