Mobile Phone Charging Death: মোবাইলে চার্জ দিতে গিয়ে তরুণীর মৃত্যু, জলাশয়ে পড়ে বৃদ্ধের দেহ! এই এলাকায় শুধুই হাহাকার

Last Updated:

শ্বশুরবাড়ি থেকে বালিটা গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন বৃষ্টি রায় (২০)। সেখানে ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়

মোবাইলে চার্জ দিতে গিয়ে তরুণীর মৃত্যু
মোবাইলে চার্জ দিতে গিয়ে তরুণীর মৃত্যু
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: একই দিনে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হল বাঁকুড়ায়। এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। তিনটি ঘটনাই কোতুলপুরের। ফলে শোকের আবহ গোটা এলাকা জুড়ে।
কোথাও রাতে বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া বৃদ্ধ সকাল থেকে নিখোঁজ এবং দুপুরে স্থানীয় ডোবা থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এদিকে ফোনে চার্জ দিতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারানোর মতো ঘটনাও ঘটেছে।
আর‌ও পড়ুন: নদী পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা থেকে সোজা ভারতে! ফের ধরা পড়ল ২ বাংলাদেশি
বাঁকুড়ার কোতুলপুর থানার রামকৃষ্ণ পল্লির বাসিন্দা সত্যকিঙ্কর সেন (৭৫) প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকাল থেকেই তাঁকে আর বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। দুপুরের দিকে বাড়ির কাছেই একটি জলাশয় থেকে সত্যকিঙ্কর সেনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ভেঙে পড়ে ওই প্রবীণ ব্যক্তির পরিবার।
advertisement
advertisement
অপর দুর্ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার বালিটা গ্রামে। ঝরো গ্রামের শ্বশুরবাড়ি থেকে বালিটা গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন বৃষ্টি রায় (২০)। সেখানে ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা বৃষ্টির রায়কে মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ইন্দাসের পশ্চিম শ্রীরামপুরের উত্তম ধারার (৫৮) গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয় কোতুলপুর থেকে। স্থানীয়দের চোখে পড়লে খবর দেওয়া হয় কোতুলপুর থানায়। তড়িঘড়ি পুলিশ এসে দেহটি নিয়ে যায়। এই তিনটি দেহকেই ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Phone Charging Death: মোবাইলে চার্জ দিতে গিয়ে তরুণীর মৃত্যু, জলাশয়ে পড়ে বৃদ্ধের দেহ! এই এলাকায় শুধুই হাহাকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement