সুখবর, ১৮ বছর পর! প্রাথমিকে এবার প্রধান শিক্ষক নিয়োগ! বিজ্ঞপ্তি জারি জেলায়, জানুন বিশদে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বহু বছর পর একাধিক বিদ্যালয় পেতে চলেছে প্রধান শিক্ষক। খুশির হাওয়া জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা মহলে।
পশ্চিম মেদিনীপুর: এবার একাধিক প্রাথমিক বিদ্যালয়গুলি পাবে প্রধান শিক্ষক। প্রায় ১৮ বছর পর স্কুল গুলিতে নিয়োগ করা হবে প্রধান শিক্ষক। বিশেষ অভিজ্ঞতা ও বেশ কিছুবপদ্ধতি মেনেই নিযুক্ত করা হবে প্রাথমিক প্রধান শিক্ষকদের। ইতিমধ্যে সেই তোড়জোড় শুরু হয়েছে জেলা জুড়ে। ডিপিএসসি এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মেপে দেওয়া হয়েছে যোগ্যতার মাপকাঠি। স্বাভাবিকভাবে প্রাথমিক স্কুলগুলিতে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত হলে বাড়বে পড়ার মান। খুশির হাওয়া অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আগামী ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে যোগ্য এবং ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা আবেদন জানাতে পারবেন।
advertisement
advertisement
সংসদের দেওয়া নির্দিষ্ট বয়ান বা ফর্মাটে আবেদন জানাতে হবে অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআই-এর কার্যালয়ে। ডিপিএসসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য শিক্ষকদের ২০০১ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে নিযুক্ত শিক্ষকের মাধ্যমিক পাশ এবং ১ বছর বা ২ বছরের শিক্ষকতার প্রশিক্ষণ থাকতে হবে। শুধু তাই নয়, ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম।
advertisement
২০০৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই যোগ্যতার মাপকাঠি হলউচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বা স্নাতক এবং দু’বছরের ডি.এল.এড বা পিটিটিআই প্রশিক্ষণ। এ ছাড়াও স্পেশাল ডি.এড, স্পেশাল বি.এড বা সাধারণ বি.এড করা থাকলে ৬ মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণ থাকতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও ইন্টারভিউ হবে না। সেলফ অ্যাসেসমেন্টে ৩০ নম্বর থাকবে।
advertisement
এই নিয়োগ হবে সার্কেল বা চক্র অনুযায়ী অর্থাৎ শিক্ষক-শিক্ষিকারা নিজেদের সার্কেলেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা হতে পারবেন। জেলায় মোট শূন্যপদ প্রায় আড়াই হাজার।অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিশদে জানতে ডিপিএসসি এর প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 13, 2025 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুখবর, ১৮ বছর পর! প্রাথমিকে এবার প্রধান শিক্ষক নিয়োগ! বিজ্ঞপ্তি জারি জেলায়, জানুন বিশদে!