Howrah: টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Howrah: জাল নোট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক পুরোহিত।
হাওড়া: জাল নোট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক পুরোহিত। অভিযোগ পেশায় পুরোহিত হলেও জাল নোট প্রাচার চক্রের রাজ্যের অন্যতম এজেন্ট হাওড়ার বাসিন্দা স্বার্থক ঝা। হাওড়ার রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা পুরোহিত স্বার্থককে জাল ৫০০ টাকার নোট সমেত গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। তার থেকে উদ্ধার হয়েছে বহু জাল ৫০০ টাকার নোট।
হাওড়ার কালিবাবুর বাজারে বাজার করে জাল ৫০০ টাকা দিলে দোকানদারদের হাতে ধরা পরে। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া এক ব্যক্তির সাথে যোগাযোগ হয় স্বার্থকের। মধ্যপ্রদেশের ইন্দোরের এক বাসিন্দা স্বার্থককে দফায় দফায় নকল টাকা পাঠাত, নকল ৫০০ টাকার নোট হাওড়ার আন্দুল ও বর্ধমানে দুই ব্যক্তির কাছে পৌঁছে যেত দিত স্বার্থক। সেই টাকাই ছড়িয়ে পড়ত বাজারে। মূলত মহিলা সবজি বিক্রেতা, মহিলা দোকানদের দেওয়া হত টাকা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, শেষ দুই মাসে তিন দফায় আমাদের রাজ্যে আসে প্রায় এক লক্ষ টাকা। ধৃত স্বার্থক ঝাঁকে জিজ্ঞাসাবাদ করে জাল নোট কারবারিদের নাগাল পেতে চাইছে পুলিশ। উৎসবের সময় রাজ্যে বিভিন্ন লোক মারফত এই নকল টাকা ছড়ানো হয়েছে বলে মনে করছে পুলিশ।
advertisement
হাওড়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ একসঙ্গে তদন্ত শুরু করেছে। পুরোহিতকে কেউ সন্দেহ করবে না সেই কারণেই এই মানুষদের মোটা টাকার লোভ দেখিয়ে তাদেরকে কাজে লাগানো হত। হাওড়ার আন্দুল ও বর্ধমানের আরও দুই ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 06, 2025 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড









