Durga Puja 2025: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু...! থিম গোপন রেখেই হয়ে গেল জেলার বড় বাজেটের খুঁটি পুজো
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Suman Saha
Last Updated:
Durga Puja 2025: শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশে, শুরু হল শারদ উৎসবের প্রস্তুতি। খুঁটিপুজোর মধ্য দিয়ে এই পুজোর শুভ সূচনা।
সোনারপুর: শুরু দুর্গাপুজোর প্রস্তুতি! জেলার বড় বাজেটের পুজোয় থিম গোপন রেখে খুঁটি পুজো। এই বছর ৩৩-তম বর্ষে পা দিল মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির শারদ উৎসব ৷ সবুজে ঘেরা লিছুবাগান গ্রীনজোন শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশে, শুরু হল শারদ উৎসবের প্রস্তুতি। খুঁটিপুজোর মধ্য দিয়ে এই পুজোর শুভ সূচনা করলেন উদ্যোক্তারা।
এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অর্ক পাল ও অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য। ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলরাম মহারাজও। এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই সূচনা অনুষ্ঠান। ছোটো থেকে বড়ো, মহিলা থেকে প্রবীণ সকলের মধ্যেই পুজোকে ঘিরে এক অসাধারণ উন্মাদনা।
advertisement
advertisement
এবছরের পুজোয় প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে কুমারী পুজো, যা হতে চলেছে এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। যদিও এবারের থিম এখনও গোপনেই রেখেছেন উদ্যোক্তারা, জানা গিয়েছে অগাস্ট মাসে তা প্রকাশ্যে আনা হবে। তবে মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগ শুধু পুজোর মণ্ডপেই সীমাবদ্ধ নয়।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! কর্কট রাশিতে বুধের গমনে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি, জীবন উথাল-পাথাল
advertisement
সারাবছর ধরেই চলে নানা সমাজমুখী কাজ রক্তদান শিবির, বস্ত্রদান, বৃক্ষরোপণ, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উদযাপন, ক্রীড়া প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠান।শহরের ধারে এক সবুজ আশ্রয়ে, এই দুর্গাপুজো হয়ে উঠছে শুধুমাত্র ভক্তির আবহ নয়, বরং এক সামাজিক বন্ধনের নিদর্শন। এটাই তো শারদ উৎসবের আসল আনন্দ উৎসবের ছোঁয়ায় সবার জন্য, সবার সঙ্গে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 2:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু...! থিম গোপন রেখেই হয়ে গেল জেলার বড় বাজেটের খুঁটি পুজো