Bankura News: প্রায় চার মাসের প্রস্তুতি! বিরাট থিম বাঁকুড়া সামন্তভূমে

Last Updated:

প্রায় সাড়ে চার মাস ধরে চলছে এবং ১৭০ জন মেয়ে নিয়ে অনন্য এক থিম ।

+
নাচের

নাচের বিশেষ থিম 

বাঁকুড়া : প্রায় সাড়ে চার মাস ধরে চলছে এবং ১৭০ জন মেয়ে নিয়ে অনন্য এক থিম “নারী তুমি বেঁচে ওঠো”। বাঁকুড়ার সামন্ত ভূমের একটি নৃত্যালয়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ছাতনার বিভিন্ন এলাকার কচি কাঁচাদের নাচের প্রশিক্ষণ দিয়ে আসছে নৃত্যালয়টি। এই শিক্ষাঙ্গনের নৃত্য শিল্পীরা সারা বছরই জেলা সহ জেলার বাইরের বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে মনোরঞ্জন করে থাকে সকলের।
তবে প্রতি বছরই প্রগতি নৃত্যালয়ের তরফে এক বিরাট অনুষ্ঠান আয়োজন করা হয় ছাতনা বাসুলী মন্দির প্রাঙ্গনে।আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান সকলেই। এবছরও অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে নৃত্যের প্রদর্শন মন কেড়েছে দর্শকদের। ভরতনাট্যম, লোকনৃত্য, রবীন্দ্রনৃত্য ও সৃজনশীল নৃত্যের উপর এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় এদিন।
advertisement
advertisement
নৃত্যালয়ের কর্ণধার ও আয়োজক দ্বীপমালা সেনগুপ্ত জানান আমাদের এই কর্মসূচির প্রস্তুতি প্রায় সাড়ে চার মাস ধরে চলছে এবং ১৭০ জন মেয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এছাড়াও আজকে মেয়েদের অভিভাবিকাদের নৃত্য পরিবেশনা সকলের নজর কেড়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও অনুষ্ঠান শেষে ‘নারী তুমি বেঁচে উঠো’ শীর্ষক এক মঞ্চ উপস্থাপনার মধ্য দিয়ে সমাজের প্রতি বিশেষ বার্তা দেওয়া হয় নৃত্যালয়ের তরফে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: প্রায় চার মাসের প্রস্তুতি! বিরাট থিম বাঁকুড়া সামন্তভূমে
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement