Nadia News: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি ‌যাচ্ছে বাংলাদেশে! ঘূর্ণির মৃৎশিল্পীর অনবদ্য হাতের কাজ

Last Updated:

Nadia News: ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশের নিঝুম মজুমদারের জন্য , বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি তৈরি করছেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিক।

+
বঙ্গবন্ধুর

বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করলেন ঘূর্ণীর শিল্পী

নদিয়া: ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশের নিঝুম মজুমদারের জন্য , বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি তৈরি করছেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিক। ১৫ আগস্ট মুজিবুর রহমানের হত্যার দিনের আগেই এই মূর্তি পৌঁছে দেওয়া হবে বলে জানালেন শিল্পী। ইতিমধ্যে এই মূর্তি শেখ হাসিনা দেখেছেন এবং করার অনুমতি দিয়েছেন বলে জানালেন মূর্তির রূপকার রানা মল্লিক। তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশে এই মূর্তি রওনা দেবে বলে জানিয়েছেন শিল্পী। তবে বাংলাদেশে একদিকে যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে ঠিক সেই সময়ই বাংলাদেশ থেকে এই মূর্তির বরাত পাওয়ার কারণ কী তা সকলেরই অজানা!
যে দেশের মানুষেরা এক সময় জাতির পিতার মূর্তি গুঁড়িয়ে দিয়েছিল, সেই দেশেই এবার পৌঁছে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নতুন মূর্তি। কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিকের তৈরি মূর্তিটি খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। ১৫ অগস্টের আগেই মূর্তিটি পৌঁছবে বাংলাদেশে, এমনই জানাচ্ছেন শিল্পী রানা। তাঁর কথায়, “এই কাজটা আমার কাছে শুধু একটা বরাত নয়, এটা আমার শিল্পজীবনের শ্রেষ্ঠ দায়িত্ব। আমি গর্বিত যে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করছি।”
advertisement
বছরখানেক আগেই আন্দোলনে উত্তাল বাংলাদেশের একাধিক অঞ্চলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়। সেই বিদ্বেষের ছায়া কাটেনি পুরোপুরি। কিন্তু সেই বাংলাদেশেই ফের তাঁর তৈরি বঙ্গবন্ধুর মূর্তি পাঠানোর দায়িত্ব পেয়ে আবেগে ভাসছেন শিল্পী। বাংলাদেশের নিঝুম মজুমদারের কাছ থেকে বরাত পেয়ে বঙ্গবন্ধুর মূর্তি গড়ার কাজ শুরু করেন তিনি। রানা মল্লিক বলেন, “ওঁর কাছ থেকেই বরাত পেয়েছিলাম। তার পরেই আমি শুরু করি কাজ। এখন প্রায় সম্পূর্ণ। ৩-৪ দিনের মধ্যেই মূর্তিটি পাঠানো হবে।”
advertisement
advertisement
শিল্পী দাবি করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই মূর্তি দেখেছেন এবং প্রশংসা করেছেন। যদিও সরকারি তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয় শিল্পী মহলে রীতিমতো উত্তেজনা। ঘূর্ণির মৃৎশিল্পীরা গর্বিত। তাদেরই এলাকার এক শিল্পীর হাত ধরে এমন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হচ্ছে। রানা বলেন, “যেখানে তাঁর মূর্তি ভাঙা হচ্ছিল, অন্যদিকে আমি মাটির ছাঁচে তাঁকে গড়ছিলাম। এটাই শিল্পের জবাব।”
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি ‌যাচ্ছে বাংলাদেশে! ঘূর্ণির মৃৎশিল্পীর অনবদ্য হাতের কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement