IND vs ENG: ২২৪ রানে অলআউট ভারত, এবার বোলারদের হাতেই সব! ওভালে চাপ বাড়ছে গিলদের উপর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 5th Test: প্রথম দিনেই ওভাল টেস্টে ব্যাটিং ভরাডুবি হয়েছিল ভারতীয় দলের। একমাত্র লড়াই করছিলেন করুন নায়ার। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে সেই লড়াইও টিকল না বেশিক্ষণ।
প্রথম দিনেই ওভাল টেস্টে ব্যাটিং ভরাডুবি হয়েছিল ভারতীয় দলের। একমাত্র লড়াই করছিলেন করুন নায়ার। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে সেই লড়াইও টিকল না বেশিক্ষণ। প্রথম দিনের স্কোরের সঙ্গে মাত্র ২০ রান যোগ করেই ৪ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ২২৪ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৫৭ রান করলেন নায়ার। অপরদিক, দলে ফিরেই আগুন ঝরানো স্পেল করলেন ঘাস আটকিনসন। একাই নিলেন পাঁচটি উইকেট।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২০৪ রানে ৬ উইকেট। যশস্বী, গিল, রাহুল, জুরেল, জাদেজারা যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে করুন নায়ার লড়াকু ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেছিলেন। তার সঙ্গে ছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় এই জুটির উপর ভরসা করেই লড়াই করার স্বপ্ন দেখেছিল ভারতীয় ফ্যানেরাষ কিন্তু তা বাস্তবায়িত হল না।
advertisement
দ্বিতীয় দিনে দলের ২১৮ রানের মাথায় আউট হন করুণ নায়ার। ব্যক্তিগত ৫৭ রানে জশ টাংয়ের বলে এলবিডব্লুউ আউট হন নায়ার। সেট নায়ার ফিরতেই বেশি সময় ক্রিজে দাঁড়াতে পারেননি ওয়াশিংটন সুন্দর। তিনি আটকিনসনের শিকার হন। শেষ দুটি উইকেটে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা খাতাই খুলতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণাকে আউট করে নিজের ফাইফার পূরণ করেন আটকিনসন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলে বিরল ঘটনা! একদিনে ৩ বার বদলেছে স্টেশনের নাম! বলুন তো দেখি কোন স্টেশন
৬৯.৪ ওভার ব্যাট করে ২২৪ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। করুণ নায়ার ছাড়া একমাত্র সাই সুদর্শন ৩৮ রানের ভদ্রস্থ ইনিংস খেলেন। ওভালের সবুজ উইকেটে অন্য ব্য়াটাররা কার্যত অসহায় আত্মসমর্পণ করেন। সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট ডু অর ডাই ভারতের কাছে। ফলে ম্যাচে ফিরতে হলে এখন যাবতীয় দায়িত্ব ভারতীয় বোলারদের হাতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 4:55 PM IST