West Medinipur News: আট দিন ধরে চলবে এখানে মেলা, মেলায় পাবেন পটের নানা ছবি, কবে হচ্ছে পট মেলা?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
দু বছর পর পিংলার নয়া গ্রামে আয়োজিত হতে চলেছে পট মেলা, চলতি বছরের শেষ সপ্তাহে আট দিন ধরে চলবে এই মেলা।
পশ্চিম মেদিনীপুর: বাংলার ঐতিহ্য, জেলার গর্ব পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামের পট শিল্প। গোটা একটা গ্রাম যুক্ত এই শিল্পের সঙ্গে। গ্রামে প্রবেশ করলে এক আলাদা প্রশান্তি মিলবে। ঘরের দেওয়ালে দেওয়ালে আঁকা নানান ছবি, উঠোনে বসে শিল্পীরা এঁকে চলেছেন সামাজিক কিংবা ধর্মীয় নানান বিষয়কে। জেলার এই একটি গ্রামে প্রায় ৩০০ জন মানুষ এই পটশিল্পের সঙ্গে আন্তরিকভাবে জড়িত। তবে সেই শিল্পকে কেন্দ্র করে বসে মেলা। প্রতিবছর শীতে মেলা আয়োজিত হয় পিংলার নয়া গ্রামে। করোনাকালে দু’বছর বন্ধ থাকার পর চলতি বছরের ২৫ শে ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা।
পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া এলাকা বিখ্যাত পট শিল্পের জন্য। বহু প্রাচীনকাল থেকে মানুষের কাছে সামাজিক, বাস্তবধর্মী এমনকি বিভিন্ন ধর্মীয় ঘটনাবলি ছবি এঁকে, সঙ্গে গান গেয়ে মানুষকে বোঝাতেন শিল্পীরা। এখনও প্রতিদিন একাধিক বিষয়ের উপর শুধু ছবি আঁকা নয়, তারা লিখেন গানও। তবে চলতি বছর রাজ্য সরকারের উদ্যোগে নয়া গ্রামে আয়োজিত হতে চলেছে পট মেলা। আর এই নিয়ে খুশি শিল্পীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত এই মেলায় থাকছে শিল্পীদের একাধিক স্টল। যেখানে থাকছে পট চিত্র, থাকছে পটের ডিজাইন ফুটিয়ে তোলা টি শার্ট, কাপ সহ দৈনন্দিন দিনে ব্যবহৃত বিভিন্ন ধরনের সাজ সরঞ্জামের স্টল। যে মেলায় একাধিক স্টলে শিল্পীরা তাদের হাতে তৈরি একাধিক জিনিসের পসরা সাজিয়ে বিক্রি করতে পারবেন। জেলার মানুষ নয়, ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকে বহু মানুষ আসেন এই মেলাতে। চলে বেচাকেনা। শুধু তাই নয়, বর্তমান দিনে গ্রামের মানুষের মধ্যে বেড়েছে পট কেনার চাহিদাও।
advertisement
স্বাভাবিকভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শুধুমাত্র পট’কে কেন্দ্র করে মেলার আয়োজনে একদিকে যেমন গ্রামীণ এলাকায় শিল্পীদের অর্থনৈতিকভাবে উন্নতি হবে তেমনই এলাকায় বাড়বে শিল্প ও সংস্কৃতির পরিবেশ। শুধু তাই নয়, এই মেলায় শুধু জেলা নয় জেলার বাইরেও অন্য রাজ্য থেকে বহু মানুষ আসেন। বিদেশিরাও বহুবার এসেছেন এই মেলায়। স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত করে রাজ্য সরকারের এই মেলা। দু’বছর পর এই মেলার আয়োজনে খুশি সকলে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 11:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আট দিন ধরে চলবে এখানে মেলা, মেলায় পাবেন পটের নানা ছবি, কবে হচ্ছে পট মেলা?