#বর্ধমান: পেঁয়াজ চাষের আড়ালে গোপনে লাগানো হয়েছিল অন্য গাছ! একটি দুটি নয়, একেবারে হাজার হাজার। সেই চাষ নষ্ট করে দিল আবগারি দফতর। পেঁয়াজ চাষের আড়ালে গোপনে চলছিল পোস্ত চাষ। সেই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালাল আবগারি দফতর। সেই সব পোস্ত গাছ নষ্ট তো করা হলই, আটকও করা হয়েছে চারজনকে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের অন্তর্গত বরধামাস গ্রামে পোস্ত চাষ নষ্ট করল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বরধামাস গ্রামে পেঁয়াজের জমিতে হানা দিয়ে পোস্ত চাষ নষ্ট করেন আধিকারিকরা। এই ঘটনায় চিন্ময় ঘোষ, পরিমল বিশ্বাস, সমীর বিশ্বাস, উত্তম বিশ্বাস নামে চারজনকে আটক করে আবগারি দপ্তর।
আরও পড়ুন- চোখের সামনে দু' ভাগ হয়ে গেল মালগাড়ি! সাক্ষী থাকল তমলুক
জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় দু কাঠা জমিতে চার জায়গায় এই পোস্ত চাষ চলছিল। প্রায় ছহাজার পোস্ত গাছ নষ্ট করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে।
দেশের বেশিরভাগ রাজ্যের মতো এই রাজ্যে পোস্ত চাষ নিষিদ্ধ। শুধু তাই নয়, পোস্ত চাষ করলে কড়া শাস্তির বিধান রয়েছে। দীর্ঘদিনের কারাবাস হতে পারে। এই পোস্ত গাছ থেকেই তৈরি হয় আফিম। তার সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরি হয় হেরোইন, ব্রাউন সুগার। তাই পোস্ত চাষে কড়াকড়ি এখন অনেক বেশি। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি দেখে বা আকাশে ড্রোন উড়িয়ে পোস্ত চাষ রুখতে নজরদারি চালানো হয়।
আরও পড়ুন- বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত ১ শিশু, আহত আরও ৩
বাসিন্দারা বলছেন, অনেকেই আগে গোপনে পোস্ত চাষ করতেন। তবে তা করা হত বাড়িতে পোস্ত খাওয়ার জন্যই। আগে বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকাতেও নদীর মানায় অনেকে পোস্ত চাষ করতেন। কাঁকসাতেও নদীর ধারে পোস্ত চাষ হত। কারণ, প্রায় দু হাজার টাকা কেজি দরে পোস্ত কিনে খাওয়ার ক্ষমতা নেই অনেকেরই। তবে এখন প্রশাসনিক কড়াকড়ির কারণে এই চাষ বন্ধ করে দিয়েছেন অনেকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Bardhaman news, Purbasthali