West Bardhaman News: জানলা-দরজা ছাড়া শৌচালয়, কিনে আনতে হয় পানীয় জল! কপাল পোড়া অবস্থা রাজ্যের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পানীয় জলের ব্যবস্থা। অন্যদিকে এখানে বিদ্যুৎ সংযোগও নেই।

+
এই

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে সমস্যায় পড়তে হয়।

আসানসোল, পশ্চিম বর্ধমান: স্থানীয়দের সুবিধার্থে তৈরি করা হয়েছিল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওপর নির্ভরশীল এলাকার বহু ছোট ছোট ছেলেমেয়ে এবং প্রসূতিরা। এখানে নিয়মিত আসেন তারা। তাদের জন্য নিয়মিত হয় রান্না। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই প্রাথমিক কোনও সুবিধা। পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ, এমনকি শৌচালয়ের ব্যবস্থা পর্যন্ত নেই।
কুলটির ডেডিমাঠ এলাকা। এখানে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ডেডিমাঠ এলাকাটি মূলত আদিবাসী অধ্যুষিত। বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে ৩৮ জন পড়ুয়া। যার মধ্যে নিয়ম করে প্রতিদিন ২৫-২৬ জন পড়ুয়া এখানে আসে। এখানে আসেন এলাকার প্রসূতিরা। সব মিলিয়ে প্রত্যেকদিন ৫০ থেকে ৫২ জনের রান্না হয়। কিন্তু তাদের রান্নার জন্য কিনে আনতে হয় জল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পানীয় জলের কোনও ব্যবস্থা। আশপাশেও জলের কোনও ব্যবস্থা নেই। তাই জল কিনে আনতে হয়। অন্যদিকে এখানে বিদ্যুৎ সংযোগও নেই। ফলে আলোর সমস্যা রয়েছে। তাছাড়া গ্রীষ্মকালে ফ্যান চলে না এখানে। ফলে এই আইসিডিএস কেন্দ্রে আসা প্রসূতি থেকে পড়ুয়া, সকলকে চরম সমস্যায় পড়তে হয়। গলদঘর্ম হয়ে বাড়ি ফিরতে হয় তাদের।
advertisement
যদিও এই আইসিডিএস কেন্দ্রে শৌচালয় রয়েছে দুটি। কিন্তু সেগুলিও ব্যবহারের অযোগ্য। কারণ এই শৌচালয়গুলিতে নেই কোনও জানালা অথবা দরজা। সেগুলি ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি আইসিডিএস কেন্দ্রে কোনও সীমানা পাঁচিল নেই। প্রত্যেকদিন এখানে রাতে আসর বসে বলে অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই আইসিডিএস কেন্দ্রটি পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদেরও। প্রাথমিক সুবিধাগুলি যাতে এখানে খুব দ্রুত পাওয়া যায়, সেই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: জানলা-দরজা ছাড়া শৌচালয়, কিনে আনতে হয় পানীয় জল! কপাল পোড়া অবস্থা রাজ্যের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement