Nandigram: যখন তখন অশান্তি নন্দীগ্রামে, টহল দিতে গিয়ে অবাক কাণ্ড! রাস্তায় কী পেলেন পুলিশকর্মী?

Last Updated:

নন্দীগ্রামের হরিপুর এলাকায় রাস্তায় টহল দেওয়ার সময় আচমকাই একটি কচ্ছপ চোখে পড়ে ওই পুলিশ আধিকারিকের৷

উদ্ধার হওয়া কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেন নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক৷
উদ্ধার হওয়া কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেন নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক৷
নন্দীগ্রাম: নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ ভোটের ফল বেরিয়ে গেলেও রাজনৈতিক উত্তেজনা এড়াতে সেখানে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন৷ সেই নন্দীগ্রাম জুড়ে প্রায় সারাদিনই বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ৷ আর তা করতে গিয়েই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলেন এক নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিক৷
জানা গিয়েছে, নন্দীগ্রামের হরিপুর এলাকায় রাস্তায় টহল দেওয়ার সময় আচমকাই একটি কচ্ছপ চোখে পড়ে ওই পুলিশ আধিকারিকের৷ কৌতূহল বশত কাছে গিয়ে তিনি দেখেন, কচ্ছপটি সাধারণ কচ্ছপের তুলনায় অন্যরকম দেখতে৷
advertisement
কচ্ছপটিকে ছেড়ে দিলে সেটির বিপদ হতে পারে, সেই আশঙ্কা করেই কচ্ছপটিকে উদ্ধার করে নিজের কাছে রাখেন তুহিন বিশ্বাস নামে ওই পুলিশ আধিকারিক৷
advertisement
এর পর তিনি খবর দেন বন দফতরে৷ বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করতে এসে জানান, সেটি বিরল প্রজাতিরই একটি কচ্ছপ৷
তুহিনবাবু জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকে কচ্ছপের মাংস খান৷ তাই সচেতনতা বাড়াতেই এই কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: যখন তখন অশান্তি নন্দীগ্রামে, টহল দিতে গিয়ে অবাক কাণ্ড! রাস্তায় কী পেলেন পুলিশকর্মী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement