Nandigram: যখন তখন অশান্তি নন্দীগ্রামে, টহল দিতে গিয়ে অবাক কাণ্ড! রাস্তায় কী পেলেন পুলিশকর্মী?

Last Updated:

নন্দীগ্রামের হরিপুর এলাকায় রাস্তায় টহল দেওয়ার সময় আচমকাই একটি কচ্ছপ চোখে পড়ে ওই পুলিশ আধিকারিকের৷

উদ্ধার হওয়া কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেন নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক৷
উদ্ধার হওয়া কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেন নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক৷
নন্দীগ্রাম: নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ ভোটের ফল বেরিয়ে গেলেও রাজনৈতিক উত্তেজনা এড়াতে সেখানে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন৷ সেই নন্দীগ্রাম জুড়ে প্রায় সারাদিনই বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ৷ আর তা করতে গিয়েই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলেন এক নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিক৷
জানা গিয়েছে, নন্দীগ্রামের হরিপুর এলাকায় রাস্তায় টহল দেওয়ার সময় আচমকাই একটি কচ্ছপ চোখে পড়ে ওই পুলিশ আধিকারিকের৷ কৌতূহল বশত কাছে গিয়ে তিনি দেখেন, কচ্ছপটি সাধারণ কচ্ছপের তুলনায় অন্যরকম দেখতে৷
advertisement
কচ্ছপটিকে ছেড়ে দিলে সেটির বিপদ হতে পারে, সেই আশঙ্কা করেই কচ্ছপটিকে উদ্ধার করে নিজের কাছে রাখেন তুহিন বিশ্বাস নামে ওই পুলিশ আধিকারিক৷
advertisement
এর পর তিনি খবর দেন বন দফতরে৷ বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করতে এসে জানান, সেটি বিরল প্রজাতিরই একটি কচ্ছপ৷
তুহিনবাবু জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকে কচ্ছপের মাংস খান৷ তাই সচেতনতা বাড়াতেই এই কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: যখন তখন অশান্তি নন্দীগ্রামে, টহল দিতে গিয়ে অবাক কাণ্ড! রাস্তায় কী পেলেন পুলিশকর্মী?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement