Abhishek Banerjee: খেলা ঘোরালেন অভিষেক? সবুজ ঝড়ের পরই শহর জুড়ে নতুন হোর্ডিং, বিতর্কে নারাজ তৃণমূল

Last Updated:

স্বভাবতই নতুন এই হোর্ডিংকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা তৈরি হয়েছে৷

অভিষেকের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে বিতর্ক তৃণমূলে৷
অভিষেকের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে বিতর্ক তৃণমূলে৷
কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন তৃণমূলের বার্তা দিয়ে হোর্ডিং, ব্যানার ছড়িয়ে পড়েছিল৷ ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগেও নতুন তৃণমূল নিয়ে শাসক দলের অন্দরে বিতর্ক কম হয়নি৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ফের শহর জুড়ে লাগানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এক বিশেষ ধরনের হোর্ডিং৷ অভিষেকের ছবি দিয়ে ওই হোর্ডিংয়ে লেখা হয়েছে, ‘দ্য গেম চেঞ্জার দাদা’৷ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে খেলা ঘুরিয়েছেন অভিষেকই৷
গত মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে৷ তৃণমূলের একপেশে ফলের পরই অভিষেকের ছবি দেওয়া এই হোর্ডিং ই এম বাইপাস, মানিকতলা, শিয়ালদহ সহ কলকাতার বিভিন্ন এলাকায় চোখে পড়েছে৷
advertisement
স্বভাবতই নতুন এই হোর্ডিংকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা তৈরি হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগেও তৃণমূলের শীর্ষ স্তরে ক্ষমতার ভরকেন্দ্র কার হাতে, তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এ নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছিলেন বিরোধীরাও৷ ভোটের প্রচার পর্বে রাজ্য জুড়েই প্রচারে ঝড় তোলেন মমতা-অভিষেক৷ নির্বাচনের ফল বেরোতেই অবশ্য যাবতীয় বিতর্ক মুছে দিয়েছে রাজ্যের শাসক দল৷ তবে অভিষেকের ছবি এই হোর্ডিং আবার নতুন করে বিতর্কের জন্ম দিল৷
advertisement
লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷ ২০১৯-এর ধাক্কা সামলে উঠে এবার নিজেদের আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়েছে রাজ্যের শাসক দল৷ অভিষেক নিজে ৭ লক্ষেরও বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক নিজে৷ এর পরে দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব অভিষেকের উপরেই ছাড়েন তৃণমূলনেত্রী৷ সেই বৈঠকের পর অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, উদ্ধব ঠাকরের মতো নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক৷ ফলে তৃণমূলের ক্ষমতার রাশ হাতে থাকা নিয়ে কোনও রকম বিতর্কের অবকাশই নেই বলে দাবি করছেন শাসক দলের নেতারা৷
advertisement
শহর জুড়ে অভিষেকের ছবি দেওয়া নতুন এই হোর্ডিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দোপাধ্যায়ের সেনাপতিত্বে ভোট হয়েছে। অভিষেকের অক্লান্ত পরিশ্রম ও রণনীতি একটা ফ্যাক্টর হয়ে উঠেছেন। মমতা বন্দোপাধ্যায় শেষ কথা। কিন্তু অভিষেকের কাজ মানুষ মনে রেখেছে। তাই এই শুভেচ্ছা মানুষ জানাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: খেলা ঘোরালেন অভিষেক? সবুজ ঝড়ের পরই শহর জুড়ে নতুন হোর্ডিং, বিতর্কে নারাজ তৃণমূল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement