East Medinipur News: ছাত্র জীবন থেকেই পথ নিরাপত্তার পাঠ, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জাতীয় সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক'ও রয়েছে। জেলায় দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুরের মত জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি কোলাঘাট, হলদিয়া শিল্পাঞ্চল, শহর আছে
পূর্ব মেদিনীপুর: ছাত্রজীবন থেকেই পথ নিরাপত্তার পাঠ! পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের। প্রতিদিন রাস্তায় বেরিয়ে কীভাবে চলাফেলা করা উচিত, কীভাবে চলাফেরা করলে দুর্ঘটনা এড়ানো যায়, এ সব নিয়ে ছোট থেকেই ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার বিভিন্ন কৌশল শেখানোর উদ্যোগ চলছে জেলায়। ছোট থেকেই ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার পাঠ পড়াচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পাঠ্যসূচীর পাশাপাশি স্কুলেই হচ্ছে পথ সুরক্ষার ক্লাস।
পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জাতীয় সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক’ও রয়েছে। জেলায় দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুরের মত জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি কোলাঘাট, হলদিয়া শিল্পাঞ্চল, শহর আছে। এমনকি এই জেলায় বর্তমান প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। ফলে জেলার বিভিন্ন রাজ্য সড়ক, জাতীয় সড়ক ও গ্রামীণ সড়কগুলিতে পণ্যবাহী গাড়ির পাশাপাশি অন্যান্য যানবাহনের সংখ্যাও যথেষ্ট বেশি। ফলে প্রতিনিয়ত জেলায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ যাচ্ছে ছাত্র-ছাত্রীদের। উদ্বিগ্ন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি হিসাবে জেলাজুড়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার পাঠ শেখানো হচ্ছে। পুলিশ আধিকারিকেরা জেলাজুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে দিয়ে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার বিষয়ে অবগত করছে। স্কুলে স্কুলে পথ নিরাপত্তার পাঠ শেখানোর মূল উদ্দেশ্য একদিকে ছাত্রছাত্রীদের কম বয়স থেকেই পথ সুরক্ষার বিষয়ে সচেতন করা দরকার। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে পথ নিরাপত্তার বিষয়ে ওয়াকিবহাল করা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, কাঁথি, তমলুক, হলদিয়া, এগরার পাশাপাশি নন্দকুমারের বিভিন্ন স্কুলে পথ নিরাপত্তার বিষয়ে ক্লাস করান পুলিশ আধিকারিকেরা। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) পবিত্র কুমার বারিক জানান, পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার পাঠ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলাজুড়ে দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হল স্কুলে স্কুলে পথ সুরক্ষার ক্লাস।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 24, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ছাত্র জীবন থেকেই পথ নিরাপত্তার পাঠ, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়







