Howrah Toto Driver: হাওড়ার মাথাব্যথা টোটো, তারই চালককে ডেকে সংবর্ধনা পুলিশের! আমতায় অবাক কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
মাথাব্যথার কারণ যে টোটো, সেই টোটোর একজন চালককে হঠাৎ পুলিশের মাথায় তোলার আসল কারণও অবাক করার মতোই।
হাওড়া শহর ও গ্রামঞ্চলের এখন জনজীবনে সবথেকে মাথাব্যাথার কারণ গিয়ে দাঁড়িয়েছে টোটোর বাড়বাড়ন্ত ও টোটো চালকদের অভব্য আচরণ। শুধু তাই নয়, টোটো নিয়ে এই সমস্যা রাজ্যের অন্যত্রও রয়েছে৷ তারই মধ্যে এক টোটো চালোককে বিশেষ সংবর্ধনা ও পুরস্কৃত করল হাওড়া জেলা পুলিশ।
মাথাব্যথার কারণ যে টোটো, সেই টোটোর একজন চালককে হঠাৎ পুলিশের মাথায় তোলার আসল কারণও অবাক করার মতোই। ছিমছাম চেহারার আমতার ভোজান গ্রামের বাসিন্দা রথীকান্ত সাঁতরার সাহায্যেই এক অসাধ্যসাধন করতে পেরেছে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর আমতা গ্রামীণ হাসপাতাল থেকে চুরি যায় ১২ দিন বয়সি এক সদ্যোজাত শিশু। এই ঘটনার পর আমতা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
advertisement
চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে ছিল একটি মাত্র সিসিটিভি ফুটেজ। যেখানে এক মহিলাকে চুরি যাওয়া শিশুকে নিয়ে একটি টোটোতে উঠতে দেখা যায়। সেই সিসিটিভি ফুটেজ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই ফুটেজ। ভাইরাল ওই ভিডিও ফুটেজ দেখে , ওই মহিলাকে চিনতে পারেন টোটোচালক রথীকান্ত৷ সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুলিশকে ফোন করে ওই টোটো চালক় জানান, আমতার মিল্কি চক এলাকায় ওই মহিকাকে শিশু সহ তিনিই পৌঁছে দিয়েছিলেন।
advertisement
advertisement
পুলিশ ততক্ষণাৎ টোটো চালকের সাহায্য নিয়ে ওই গ্রামে পৌঁছয় এবং ওই চুরি যাওয়া শিশুসহ মহিলাকে শনাক্ত করে গ্রেফতার করে৷ উদ্ধার হওয়া শিশুকে প্রকৃত বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ রকম স্পর্শেকাতর ঘটনায় পুলিশের পাশে দাঁড়ানো ও সাহায্যের জন্য আজ রথীকান্তবাবুকে হাওড়া জেলা পুলিশের পুলিশ সুপার সুবিমল পাল পুরস্কৃত করেন। রথীকান্তবাবুর সাহস ও সততার মধ্যে দিয়ে কি ঘুচবে টোটোচালকদের দুর্নাম? প্রশ্ন থাকলেও খুশি টোটো চালক মহল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 8:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Toto Driver: হাওড়ার মাথাব্যথা টোটো, তারই চালককে ডেকে সংবর্ধনা পুলিশের! আমতায় অবাক কাণ্ড