Kali Puja 2025: ১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন, বাড়ি বসেই দেখুন রাজকীয় মণ্ডপ

Last Updated:

Kali Puja 2025: সবার নজর কাড়ছে এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি মা কালীর প্রতিমা। এই মূর্তিতে শিল্পের সূক্ষ্মতা ও ভক্তির গভীরতা মিলেমিশে যেন এক অদ্ভুত রূপ নিয়েছে।

+
এক

এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি কালী প্রতিমা

আড়ংঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথঃ এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি মা কালী। আড়ংঘাটার ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল দেখে থমকে যাবে চোখ, এ যেন শিল্প ও ভক্তির অপূর্ব মেলবন্ধন। কালীপুজোর প্রসঙ্গ উঠলেই নদিয়ার আড়ংঘাটা যেন নিজের মহিমায় আলাদা স্থান দখল করে নেয়। ঐতিহ্যবাহী এই জায়গায় এক মাঠে একসঙ্গে চারটি পুজো হয়। সেই মাঠের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এখন ইয়ংস্টার ক্লাবের রাজকীয় প্যান্ডেল।
এই বছর তাঁদের থিম ‘কোমল গান্ধার’। কিন্তু সবার নজর কাড়ছে এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি মা কালীর প্রতিমা। এই মূর্তিতে শিল্পের সূক্ষ্মতা ও ভক্তির গভীরতা মিলেমিশে যেন এক অদ্ভুত রূপ নিয়েছে। গত বুধবার মুগ্ধ করে দেওয়া চোখধাঁধানো শোভাযাত্রায় প্রতিমা আনয়ন করেছে ইয়ংস্টার ক্লাব।
আরও পড়ুনঃ জ্যান্ত বামা কালী! রঙ-তুলি দিয়ে নারী শরীরে দেবীর অবয়ব ফুটিয়ে তুললেন শিল্পী, কে সেই আর্টিস্ট? চিনে নিন
গতকাল সন্ধ্যায় জমজমাট উদ্বোধনী মঞ্চে ফিতে কেটে এই অনন্য প্যান্ডেলের উদ্বোধন করেন ‘উড়ান’ সিরিয়ালের পূজারিণীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। মণ্ডপ উদ্বোধনের পরেই মঞ্চে শুরু হয় অতিথি বরণ অনুষ্ঠান। আলো ও করতালির মেলবন্ধনে মুহূর্তে উৎসবে মেতে ওঠে আড়ংঘাটাবাসী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারের কালীপুজোয় যদি শিল্প ও ভক্তির ছোঁয়া দেখতে চান, তাহলে আড়ংঘাটা ইয়ংস্টার ক্লাবের পুজোয় চলে আসতে পারেন। এখানে শুধু প্যান্ডেল নয়, প্রতিটি কোণায় আছে এক অনির্বচনীয় অনুভূতি যা চোখে দেখলে মনে গেঁথে থাকবে আজীবন!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন, বাড়ি বসেই দেখুন রাজকীয় মণ্ডপ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement