বাঁকুড়া স্টেশনে হুলুস্থুল কাণ্ড! স্টেশন চত্বর দাপিয়ে বেড়াচ্ছে কালো কুকুর ! ছাড়ল না কাউকে

Last Updated:

গোটা স্টেশন চত্বর শুঁকে বেড়াচ্ছে একটি কাল রঙের ল্যাব্রাডর কুকুর। সবাই অবাক। হঠাৎ করে কী হল?

+
স্নিফার

স্নিফার ডগ জয়

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গোটা স্টেশন চত্বর শুঁকে বেড়াচ্ছে একটি কালো রঙের ল্যাব্রাডর কুকুর। সবাই অবাক। হঠাৎ করে কী হল, ছাড়ছে না কোনও জায়গা, যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে রাজধানীর ভিতর পর্যন্ত ঢুকে পড়ছে কালো কুকুরটি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্টেশনে। কুকুরটির নাম জয়। এটি আসলে একটি “স্নিফার ডগ”। গন্ধ শুঁকে বলে দিতে পারে কোথায় কী রয়েছে! দীপাবলি এবং কালীপুজোর আগে বাঁকুড়া রেলস্টেশনে হল “এরিয়া ডোমিনেশন”। খড়্গপুরের জিআরপি ডিস্ট্রিক্ট বিডিএস টিম এবং ডগ স্কোয়াড এল বাঁকুড়ায়। বাঁকুড়া জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে সুরক্ষার তৎপরতা বাঁকুড়া স্টেশনে।
আরপিএফ অফিসার ইন চার্জ তপন কুমার রায় বলেন “সামনেই দীপাবলি এবং কালীপুজো উপলক্ষে, গোটা বাঁকুড়া স্টেশন জুড়ে চলল চিরুনি তল্লাশি। নাশকতা এড়াতেই এমন কাজ। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। যদিও এই ডমিনেশনের মাধ্যমে কিছুই খুঁজে পাওয়া যায়নি, তবুও টিকিট কাউন্টার থেকে শুরু করে প্লাটফর্ম, সিঁড়ি, ট্রেনের ভিতর এবং রেললাইন, সব জায়গাতেই বিডিএস এবং ডগ স্কোয়াড পৌঁছে যায়।
advertisement
বাঁকুড়া স্টেশন অন্যতম ব্যস্ত একটি জায়গা। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। প্ল্যাটফর্ম জুড়ে মানুষের ভিড়। একটার পর একটা ট্রেন আসছে এবং যাচ্ছে। কিন্তু তারই মধ্যে চোখ কান খোলা রেখেছে আরপিএফ এবং জিআরপি। একটু ভুল হলেই ঘটে যেতে পারে মারাত্মক ঘটনা, সেই কারণেই ২৪ ঘন্টা সাত দিন তৎপর তারা। দীপাবলি এবং কালীপুজোর আগেই সেই কারণে করা হল এরিয়া ডোমিনেশন।
advertisement
advertisement
আরও পড়ুন: মহাশ্মশানের বুকে রাজস্থানী রাজমহল! বাঁকুড়ার শতাব্দী প্রাচীন কালীপুজোয় থিমের চমক
মানুষের সঙ্গে তাল মিলিয়ে গোটা স্টেশন ঘুরল সারমেয় জয়, একটুও ক্লান্ত হয়নি সে। প্রচন্ড উদ্যমতার সঙ্গে চারিদিক শুঁকে শুঁকে দেখল কালো ট্রেনিং প্রাপ্ত এই ল্যাব্রাডর। কিছু যাত্রী দেখে খুশিও হলেন খুব। উৎসবের মরশুমের আগে সুরক্ষার আরও একটি কবজ মনে বল দিল বাঁকুড়াবাসীকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়া স্টেশনে হুলুস্থুল কাণ্ড! স্টেশন চত্বর দাপিয়ে বেড়াচ্ছে কালো কুকুর ! ছাড়ল না কাউকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement