Dhanteras: ধনতেরাসের দিনেই মহাগোচর! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, কুবেরের কৃপায় কপালে শুরু হবে ধনবর্ষা

Last Updated:
Guru Gochar: জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকে ধনতেরাসের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি।
1/6
জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকে ধনতেরাসের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হয় সুখ, সৌভাগ্য, বৈভব এবং জ্ঞানের কারক। বৃহস্পতির গোচরে ভাগ‍্যে আসে বিরাট পরিবর্তন।
জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকে ধনতেরাসের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হয় সুখ, সৌভাগ্য, বৈভব এবং জ্ঞানের কারক। বৃহস্পতির গোচরে ভাগ‍্যে আসে বিরাট পরিবর্তন।
advertisement
2/6
ধন সমৃদ্ধির দিন বলা হয় ধনতেরাসকে। এই বছর বৃহস্পতির গোচরের ফলে দিনটি আরও বিশেষ হতে চলেছে। ১৮ অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে আসবেন। বৃহস্পতির গোচর কেন্দ্র থেকে ত্রিকোণ যোগের নির্মাণ হবে।
ধন সমৃদ্ধির দিন বলা হয় ধনতেরাসকে। এই বছর বৃহস্পতির গোচরের ফলে দিনটি আরও বিশেষ হতে চলেছে। ১৮ অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে আসবেন। বৃহস্পতির গোচর কেন্দ্র থেকে ত্রিকোণ যোগের নির্মাণ হবে।
advertisement
3/6
এই ত্রিকোণ যোগ ৩ রাশির জন‍্য অত‍্যন্ত শুভ হতে চলেছে। এই তিন রাশির বৃহস্পতি থাকবে তুঙ্গে। কপাল শুরু হবে ধনবর্ষা। এই জাতক এর উপর কুবের দেবের বিশেষ কৃপা হবে।
এই ত্রিকোণ যোগ ৩ রাশির জন‍্য অত‍্যন্ত শুভ হতে চলেছে। এই তিন রাশির বৃহস্পতি থাকবে তুঙ্গে। কপাল শুরু হবে ধনবর্ষা। এই জাতক এর উপর কুবের দেবের বিশেষ কৃপা হবে।
advertisement
4/6
কর্কট রাশি: কর্কট রাশিতেই গোচর করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই রাশির জীবনে ধনতেরাসের দিন থেকেই শুরু হবে ভাল সময়। মা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপা থেকে বড় ধন লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি থাকবে। আটকে থাকা কাজগুলো পূর্ণ হবে।
কর্কট রাশি: কর্কট রাশিতেই গোচর করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই রাশির জীবনে ধনতেরাসের দিন থেকেই শুরু হবে ভাল সময়। মা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপা থেকে বড় ধন লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি থাকবে। আটকে থাকা কাজগুলো পূর্ণ হবে।
advertisement
5/6
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য বৃহস্পতির ত্রিকোণ যোগ শুভ সময় আনতে চলেছে। চাকরি-ব্যবসা তে উন্নতি হবে। বিদেশ যেতে পারেন। আয় বৃদ্ধি হবে। মান-সম্মান বৃদ্ধির যোগ আছে। অর্থনৈতিক লাভ হতে পারে।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য বৃহস্পতির ত্রিকোণ যোগ শুভ সময় আনতে চলেছে। চাকরি-ব্যবসা তে উন্নতি হবে। বিদেশ যেতে পারেন। আয় বৃদ্ধি হবে। মান-সম্মান বৃদ্ধির যোগ আছে। অর্থনৈতিক লাভ হতে পারে।
advertisement
6/6
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের অতিচারি বৃহস্পতির গোচর লাভজনক হতে চলেছে। পুরানো সমস্যা গুলো দূর হবে। অনেকটা স্বস্তি অনুভব করবেন। ব্যবসাতে লাভ হবে। সোনা বা পিতল কেনা লাভজনক হবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের অতিচারি বৃহস্পতির গোচর লাভজনক হতে চলেছে। পুরানো সমস্যা গুলো দূর হবে। অনেকটা স্বস্তি অনুভব করবেন। ব্যবসাতে লাভ হবে। সোনা বা পিতল কেনা লাভজনক হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement