হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সংক্রমণ ঠেকাতে রাস্তায় সাদা বৃত্ত আঁকলেন পুলিশ! দাঁড়াতে হবে গোলের মধ্যেই

সংক্রমণ ঠেকাতে রাস্তায় সাদা বৃত্ত আঁকলেন পুলিশ! দাঁড়াতে হবে গোলের মধ্যেই

  • Share this:

SUJIT BHOWMIK

#মেদিনীপুর: এটিএম থেকে টাকা তুলুন কিংবা বাজার থেকে সবজি কিনুন। সবক্ষেত্রেই দুরত্ব মেনেই লাইনে দাঁড়ান। পুলিশের এই নির্দেশ মাইকিং করে প্রচার চললেও কাজ হচ্ছেনা। তাই পুলিশ কর্মীরা তুলি হাতে সাদা রঙ দিয়ে বাজার হাট থেকে ব্যাংকের সামনে, সর্বত্রই আঁকছেন গোল বৃত্ত। যে বৃত্ত করোনা সংক্রমণ ঠেকাতেই মেদিনীপুর শহরের রাস্তায় রাস্তায় আঁকছেন। ব্যাংকের এটিএম কাউন্টার থেকে সবজি বাজারের মধ্যে দোকানের সামনে আঁকা হয়েছে।

পুলিশের আঁকা গোলাকার সাদা বৃত্তে দাঁড়ানোর অর্থই হোলো, বিপদকে দুরে রাখা। এই নিয়ম যাতে মানেন সবাই, সেদিকে নজরদারি চালাচ্ছে মেদিনীপুর শহরের পুলিশ। বলছেন, নিয়ম লঙ্ঘন করলেই কড়া শাস্তি পেতে হবে। ইতিমধ্যেই শহরের মুল মুল বাজারে সাদা বৃত্ত আঁকার কাজ শেষ করেছেন। বাকি আছে যেসব জায়গায় সেইসব জায়গাতেও খুব শীঘ্রই আঁকার কাজ শেষ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Published by:Simli Raha
First published:

Tags: Coronairus, Lock Down, Social Distancing