Burdwan: জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির ছক, আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
দুষ্কৃতীদের একটি দল ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ঝোপের আড়ালে জমায়েত হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশের একটি বড়সড় দল এই অভিযানে অংশ নেয়।
দক্ষিণবঙ্গ: আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি পাইপ গান। মিলেছে ৩ টি কার্তুজও। ধৃতরা প্রত্যেকেই বর্ধমানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকায় থেকে এই ৬ জনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ডিএসপি ট্রাফিক (2) রাকেশ কুমার চৌধুরী বলেন, "জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকায় জড়ো হয়েছিল এরা। এরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ২টি পাইপ গান, ৩টি কার্তুজ উদ্ধার হয়েছে।" এর পাশাপাশি তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ ও সাউন্ড সিস্টেম উদ্ধার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগেই নয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! তোড়জোড় শুরু স্কুল শিক্ষা দফতরে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা মোবাইল ছিনতাই-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত আছে কি না জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
বর্ধমানের এই তেজগঞ্জ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অনেক সময় জড়ো হয়েছিল ধৃত দুষ্কৃতীরা। এর আগেও এই এলাকা থেকে ডাকাত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। এই দলটি সেই উদ্দেশ্যেই জড়ো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, দুষ্কৃতীদের একটি দল ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ঝোপের আড়ালে জমায়েত হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশের একটি বড়সড় দল এই অভিযানে অংশ নেয়। চারদিক দিয়ে ওই এলাকা ঘিরে ফেলা হয়। তাতেই ছয় দুষ্কৃতী ধরা পড়ে। তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র গুলি বাজেয়াপ্ত করা হয়।
advertisement
জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির পরিকল্পনা ছিল ধৃতদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তেমনটিই মনে করছে পুলিশ। অতীতে এরা মোবাইল চুরি সহ আর কোন কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল, তা-ও জানার চেষ্টা চালানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 27, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan: জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির ছক, আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ
