Delhi Air Pollution: দিল্লির দূষণের মাশুল! টনসিল কেটে বাদ দিতে হল পাঁচ বছরের শিশুর, দাবি মায়ের

Last Updated:

ওই শিশুটির চিকিৎসা করেছেন যে চিকিৎসক, তিনি জানিয়েছেন, ক্রমাগত দূষিত বাতাসের মধ্যে থাকার কারণেই ওই শিশুটির টনসিল এবং অ্যাডনয়েড গ্রন্থিগুলি বাড়তে থাকে৷

দিল্লির বায়ুদূষণে নাজেহাল শিশুরাও৷ ছবি- পিটিআই
দিল্লির বায়ুদূষণে নাজেহাল শিশুরাও৷ ছবি- পিটিআই
দিল্লির বায়ুদূষণ শরীরের উপরে কতখানি প্রভাব ফেলছে, আরও একবার তার হাতেনাতে প্রমাণ মিলল৷ নয়ডার বাসিন্দা এক মহিলার দাবি, দিল্লির বায়ুদূষণের জেরে অস্ত্রোপচার করে তাঁর পাঁচ বছরের ছেলের গলার টনসিল বাদ দিতে হয়েছে৷ ওই মহিলার দাবি, দূষণের জেরেই তাঁর ছেলের শরীরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়৷ যে কারণে শেষ পর্যন্ত তাঁর থেলের অস্ত্রোপচার করাতে হয়৷
নয়ডার ১৪৩-এর বাসিন্দা সাক্ষী পাহওয়ার দাবি, দু বছর আগে তাঁরা হরিয়ানার হিসার ছেড়ে নয়ডায় চলে আসেন৷ তার পর থেকেই তাঁর ছেলের ক্রনিক অ্যালার্জি, নাক বন্ধ হয়ে থাকা, টনসিল ফোলা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা শুরু হয়৷ বিভিন্ন ভাবে চেষ্টা করলেও কোনও চিকিৎসাতেই কাজ হয়নি৷ শেষ পর্যন্ত অস্ত্রোপচারেরই পরামর্শ দেন চিকিৎসকরা৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে ওই শিশুটির বাবা সচিন কম্বোজ জানিয়েছেন, ‘দু বছর আগে আমরা সিরসা থেকে নয়ডায় চলে আসি৷ তার পর থেকেই ওর একটানা কাশি সর্দির সমস্যা শুরু হয়৷ প্রথমে আমরা ভেবেছিলাম ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লেগে সমস্যা হচ্ছে৷ কিন্তু ক্রমশ ওর অবস্থার অবনতি হতে থাকে৷ একটানা অ্যালার্জি, ধুলো এবং দূষণের কারণে আমাদের ছেলে নিঃশ্বাসই নিতে পারছিল না৷ আমরা হোমিওপ্যাথি, অ্যালাপাথি সব চিকিৎসা করিয়েছি৷ কিন্তু কোনও কাজ হয়নি৷’
advertisement
advertisement
ওই শিশুটির চিকিৎসা করেছেন যে চিকিৎসক, তিনি জানিয়েছেন, ক্রমাগত দূষিত বাতাসের মধ্যে থাকার কারণেই ওই শিশুটির টনসিল এবং অ্যাডনয়েড গ্রন্থিগুলি বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দাঁড়ায় যে অস্ত্রোপচার করা ছাড়া উপায় ছিল না৷ কারণ ওই গ্রন্থিগুলি বড় হয়ে গিয়ে শিশুটির শ্বাসনালির পথ আটকে দিচ্ছিল৷ যে কারণে শিশুটি ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারছিল না৷
advertisement
গত সপ্তাহে গুরুগ্রামের একটি হাসপাতালে শিশুটির অস্ত্রোপচার হয়৷ হাসপাতালের নথিতে লেখা হয়েছে, টনসিল এবং অ্যাডনয়েড গ্রন্থগুলি বড় হয়ে শিশুটির নাকের ভিতরে ফুলে গিয়েছিল৷ এর ফলে শিশুটির নাক দিয়ে শ্বাস নেওয়ার পথ রুদ্ধ হয়ে যায়৷ ঘুমনোর সময় প্রবল শব্দে নাক ডাকত সে৷ খাবার বা পানীয় গেলার সময়ও গলায় ব্যথা অনুভব হত৷ বিশেষত রাতের দিকে শিশুটির শ্বাসকষ্টের সমস্যা বাড়ত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Air Pollution: দিল্লির দূষণের মাশুল! টনসিল কেটে বাদ দিতে হল পাঁচ বছরের শিশুর, দাবি মায়ের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement