Haldia Murder: বিয়ের প্রস্তাবে না, গৃহবধূর গলা কেটে হলদি নদীতে ফেলেছিল প্রেমিকই! খুনের কিনারা করল পুলিশ

Last Updated:

পরকীয়া সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরের বাসিন্দা ওই গৃহবধূকে৷

ধৃত সঞ্জয় মান্না৷
ধৃত সঞ্জয় মান্না৷
#হলদিয়া: গত ২০ এপ্রিল হলদি নদী থেকে উদ্ধার হয়েছিল গৃহবধূর গলাকাটা দেহ৷ সাত দিন পর সেই খুনের কিনারা করে অভিযুক্তকে গ্রেফতার করল পুুলিশ৷
তদন্তে জানা গেল, পরকীয়া সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরের বাসিন্দা ওই গৃহবধূকে৷ যে যুবকের সঙ্গে ওই বধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল, সেই প্রেমিকই নিজে হাতে গলা কেটে ওই মহিলাকে হলদি নদীতে ফেলে দিয়েছিল বলে অভিযোগ৷
advertisement
advertisement
এই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সঞ্জয় মান্না বলে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতকে আজই হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে৷
গত ২০ এপ্রিল রাতে হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জলপাই এলাকায় এক মহিলার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রথমে তদন্তে নেমে কোনও দিশাই পাচ্ছিল না পুলিশ৷ পরে তদন্তকারীরা জানতে পারেন, ভগবানপুরের বাসিন্দা এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন৷ গত ২৩ এপ্রিল ওই গৃহবধূর পরিবারের তরফে ভগবানপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়৷ সেই সূত্রেই এগোয় তদন্ত৷ জানা যায়, ভগবানপুরের নিখোঁজ ওই গৃহবধূর দেহই হলদি নদী থেকে উদ্ধার হয়েছে৷
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সোশ্যাল মিডিয়ার সূত্রে সঞ্জয় মান্না নামে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই গৃহবধূর৷ সবংয়ের খড়িকা গ্রামের বাসিন্দা পেশায় গ্রিল মিস্ত্রি সঞ্জয়ের প্রথম পক্ষের স্ত্রীর দু'টি সন্তান রয়েছে৷ তার পরেও দ্বিতীয় বিয়ে করে সে৷ দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যুর পর ওই গৃহবধূর সঙ্গে তার পরিচয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷
advertisement
জানা গিয়েছে, সংসার ভেঙে বেরিয়ে এসে তাকে বিয়ে করার জন্য ওই গৃহবধূকে প্রস্তাবও দেয় সঞ্জয়৷ কিন্তু এই প্রস্তাবে রাজি হননি ওই গৃহবধূ৷ এর পরেই ওই গহবধূকে খুনের ছক কষে সঞ্জয়৷ কাজের নাম করে বাইকে চাপিয়ে বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নিয়ে আসে অভিযুক্ত৷ এর পর ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূর গলা কেটে খুন করে তাঁর দেহ হলদি নদীতে ফেলে দেয় সে৷ আজই অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia Murder: বিয়ের প্রস্তাবে না, গৃহবধূর গলা কেটে হলদি নদীতে ফেলেছিল প্রেমিকই! খুনের কিনারা করল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement