Haldia Murder: বিয়ের প্রস্তাবে না, গৃহবধূর গলা কেটে হলদি নদীতে ফেলেছিল প্রেমিকই! খুনের কিনারা করল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পরকীয়া সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরের বাসিন্দা ওই গৃহবধূকে৷
#হলদিয়া: গত ২০ এপ্রিল হলদি নদী থেকে উদ্ধার হয়েছিল গৃহবধূর গলাকাটা দেহ৷ সাত দিন পর সেই খুনের কিনারা করে অভিযুক্তকে গ্রেফতার করল পুুলিশ৷
তদন্তে জানা গেল, পরকীয়া সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরের বাসিন্দা ওই গৃহবধূকে৷ যে যুবকের সঙ্গে ওই বধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল, সেই প্রেমিকই নিজে হাতে গলা কেটে ওই মহিলাকে হলদি নদীতে ফেলে দিয়েছিল বলে অভিযোগ৷
advertisement
advertisement
এই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সঞ্জয় মান্না বলে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতকে আজই হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে৷
গত ২০ এপ্রিল রাতে হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জলপাই এলাকায় এক মহিলার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রথমে তদন্তে নেমে কোনও দিশাই পাচ্ছিল না পুলিশ৷ পরে তদন্তকারীরা জানতে পারেন, ভগবানপুরের বাসিন্দা এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন৷ গত ২৩ এপ্রিল ওই গৃহবধূর পরিবারের তরফে ভগবানপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়৷ সেই সূত্রেই এগোয় তদন্ত৷ জানা যায়, ভগবানপুরের নিখোঁজ ওই গৃহবধূর দেহই হলদি নদী থেকে উদ্ধার হয়েছে৷
advertisement
আরও পড়ুন: রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনা! তামিলনাড়ুতে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সোশ্যাল মিডিয়ার সূত্রে সঞ্জয় মান্না নামে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই গৃহবধূর৷ সবংয়ের খড়িকা গ্রামের বাসিন্দা পেশায় গ্রিল মিস্ত্রি সঞ্জয়ের প্রথম পক্ষের স্ত্রীর দু'টি সন্তান রয়েছে৷ তার পরেও দ্বিতীয় বিয়ে করে সে৷ দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যুর পর ওই গৃহবধূর সঙ্গে তার পরিচয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷
advertisement
জানা গিয়েছে, সংসার ভেঙে বেরিয়ে এসে তাকে বিয়ে করার জন্য ওই গৃহবধূকে প্রস্তাবও দেয় সঞ্জয়৷ কিন্তু এই প্রস্তাবে রাজি হননি ওই গৃহবধূ৷ এর পরেই ওই গহবধূকে খুনের ছক কষে সঞ্জয়৷ কাজের নাম করে বাইকে চাপিয়ে বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নিয়ে আসে অভিযুক্ত৷ এর পর ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূর গলা কেটে খুন করে তাঁর দেহ হলদি নদীতে ফেলে দেয় সে৷ আজই অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 12:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia Murder: বিয়ের প্রস্তাবে না, গৃহবধূর গলা কেটে হলদি নদীতে ফেলেছিল প্রেমিকই! খুনের কিনারা করল পুলিশ