Tamil Nadu Accident: রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনা! তামিলনাড়ুতে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

Last Updated:

থাঞ্জাভুরের একটি মন্দিরে একটি রথযাত্রার অনুষ্ঠান চলার সময় এ দিন সকালে এই দুর্ঘটনা ঘটে৷

এই রথে দাঁড়িয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন প্রত্যেকে৷ Photo-ANI
এই রথে দাঁড়িয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন প্রত্যেকে৷ Photo-ANI
#থাঞ্জিভুর: তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় মর্মান্তিক দুর্ঘটনা৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একসঙ্গে ১১ জন৷ আহত আপও ১৫৷ মৃতদের মধ্যে ২টি শিশুও রয়েছে৷
সংবাদসংস্থার খবর অনুযায়ী, থাঞ্জাভুরের একটি মন্দিরে একটি রথযাত্রার অনুষ্ঠান চলার সময় এ দিন সকালে এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে, ওই রথটি বিদ্যুতের হাই ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে আসতেই রথে থাকা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ থাঞ্জাভুরের কলিমেদুর আপ্পার মদম মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে৷
advertisement
advertisement
পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, মন্দিরের ওই রথ বা পালকি একটি মোড় ঘোরার সময় উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, বিপদ এড়ানোর জন্য ওই রথযাত্রা চলাকালীন সাধারণত বিদ্যুৎ সরবরাহকারী তারের সংযোগ বিচ্ছিন্ন করা থাকে৷ কিন্তু এবার রথের উচ্চতা বেশি না হওয়ায় সেটি তার পর্যন্ত পৌঁছবে না ভেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷ কিন্তু রথ সাজানোর সময় সেটির উচ্চতা বেড়ে যায়৷ যার পরিণতিতে সেটি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে গোটা রথটিই পুড়ে গিয়েছে৷
advertisement
দুর্ঘটনায় নিহতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷ আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Accident: রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনা! তামিলনাড়ুতে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement