Viral Video: কানে ফোন নিয়ে হাঁটছিলেন মহিলা, আচমকা হুড়মুড়িয়ে...! গায়ে কাঁটা দেওয়া ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Shocking Viral video: সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। যেখানে দেখা গিয়েছে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে রাস্তায় হাটছিলেন ওই মহিলা।
পটনা : ফোনে কথা বলতে বলতে হাঁটাচলা করার অভ্যাস প্রায় সকলেরই কম-বেশি আছে। অনেকে আবার টেক্সট মেসেজ করতে করতেও রাস্তায় হাঁটতে থাকেন এমনও দেখা যায়। কিন্তু তা যে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে সেকথা কারোরই প্রায় খেয়াল থাকে না। পুলিশ প্রশাসনের হাজারো নিষেধাজ্ঞা সত্বেও এই অভ্যেস ত্যাগ করেননি প্রায় কেউই। এবার এই অভ্যাসের বশবর্তী হয়েই বড় বিপদে পড়লেন এই মহিলা।
কানে ফোন নিয়ে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলেন মহিলা। সামনে ছিল একটি ই-রিকশা। ই-রিকশাটি এগিয়ে যেতেই তিনি তার পিছনে হাঁটতে হাঁটতে এগোতে থাকেন। আর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই রাস্তার মাঝে থাকা একটি খোলা ম্যানহোলে হুড়মুড় করে পড়ে যান ওই মহিলা। এই ঘটনার ভিডিওটি দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই অবশ্য এলাকার লোকজন দ্রুত ছুটে আসেন ওই মহিলাকে উদ্ধারের জন্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে জানা গিয়েছে, সকলের একজোট চেষ্টায় শেষ পর্যন্ত ওই মহিলাকে ম্যানহোল থেকে টেনে বার করে আনতে সক্ষম হয়েছেন স্থানীয় মানুষ জন। এই ঘটনাটি ঘটেছে পটনায়।
advertisement
advertisement
রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। যেখানে দেখা গিয়েছে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে রাস্তায় হাটছিলেন ওই মহিলা। মহিলাকে ফোনে কথা বলার সময় একটি ই-রিকশার পিছনে হাঁটতে দেখা যায়। গাড়িটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, তিনি সামনের দিকে এগিয়ে যান, তিনি লক্ষ্য করেননি যে সেখানে ম্যানহোলের ঢাকনা সরানো রয়েছে। হটাৎ করেই তিনি সেই খোলা ম্যানহোলে পড়ে যান।
advertisement
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে নমামি গঙ্গা প্রকল্পের জন্য পটনার রস্তায় বেশ কিছু ম্যানহোলের ঢাকনা খোলা অবস্থায় রয়েছে। তবে স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রকল্পের নামে ম্যান হোলের ঢাকনা খোলা অবস্থায় রয়েছে। যার কারণে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাদের মন্তব্যে লিখেছেন মহিলার রাস্তায় বেরিয়ে আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল। এর আগে কানে ফোন নিয়ে কথা বলার সময় দিল্লিতে এক মহিলা মেট্রো ট্র্যাকে পড়ে যান সেই সময় এক সিআইএসএফ জওয়ানের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা। তবে এই ঘটনাগুলি থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত বলেই ভাইরাল ভিডিওর ক্লিপিংস দেখে মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। এভাবে ফোন করতে করতে রাস্তায় চলাফেরা যে কতটা বিপজ্জনক হতে পারে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাটনার এই ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2022 4:19 PM IST