Viral Video: নেশায় বুঁদ কাকিমা! 'দো ঘুঁট মুঝে ভি পিলাদে শরাবি' গানে নেচে কাঁপালেন বিয়েবাড়ি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: অদ্ভুত নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তুমুলভাবে ভাইরাল হয় মুহূর্তের মধ্যে।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায়, বিয়েতে আসা এক আন্টি নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে নাচছেন। ১৯৮৫ সালের ছবি 'কালা সুরাজ'-এর 'দো ঘোঁট মুঝে ভি পিলা দে' গানটি ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়। ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুনরুত্থিত হয়েছে, যেখানে বেগুনি শাড়ি পরা একজন মহিলা, যাঁকে দেখে বেশ মাতাল বলেই মনে হয়, ডান্স ফ্লোরে মদের বোতল নিয়ে হাজির হন। আর শুরু করে দেন নাচ।
advertisement
advertisement
অন্য একজন মহিলা তাঁকে মেঝে থেকে তোলার চেষ্টা করলে তিনি তাঁকেও টেনে আনার চেষ্টা করেন ডান্স ফ্লোরে। এরপর উদ্দাম নাচ শুরু করে দেন ডান্স ফ্লোর জুড়ে। কয়েক মিনিটের এই নাচ বেশ উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এমন অদ্ভুত নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তুমুলভাবে ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। তাতে নেটিজেনরাও দেন নানা মজাদার কমেন্ট।
advertisement