Bangladesh Protest Update: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো রুখতে সচেষ্ট পুলিশ, দক্ষিণে জলপথে চলছে কড়া নজরদারি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bangladesh Protest Update: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় গুজব ছড়ানোর মত পরিস্থিতি রুখতে সচেষ্ট পুলিশ। সেই সঙ্গে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে চলছে প্রচার।জেলার জলপথেও চলছে কড়া নজরদারি।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় গুজব ছড়ানোর মত পরিস্থিতি রুখতে সচেষ্ট পুলিশ। সেই সঙ্গে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে চলছে প্রচার।জেলার জলপথেও চলছে কড়া নজরদারি। সুন্দরবনের নদী ও সমুদ্র এলাকায় জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের জল-সীমান্তে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী। ওই বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সব ক’টি উপকূল থানা এলাকায় জলপথে নজরদারি চলছে।
ফ্রেজ়ারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে নৌকা নিয়ে উপকূল এলাকায় টহলদারি চালানো হয়। ফ্রেজ়ারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের ট্রলারগুলিতে অভিযান চালানো হয়। ট্রলারের নথিপত্র-সহ মৎস্যজীবীদের পরিচয়পত্রও যাচাই করে পুলিশ।
এ নিয়ে মৎস্যজীবীরা জানিয়েছেন গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তাদের সমস্ত কাগজপত্র আগে থেকেই প্রস্তুত করা থাকে।প্রয়োজন অনুযায়ী সেগুলি দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক কিছু দেখলে জানাতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে বিপন্ন জীবন, বীরাঙ্গনা হয়েও ব্রাত্য সাবিত্রীবালা
এদিকে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে গুজব ছড়ানো রুখতে প্রচার চালানো হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জেলায় গুজব ছড়ানো রুখতেই এই প্রচার করা হয়েছে। সবমিলিয়ে জেলায় রয়েছে চরম সতর্কতামূলক পরিস্থিতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 2:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh Protest Update: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো রুখতে সচেষ্ট পুলিশ, দক্ষিণে জলপথে চলছে কড়া নজরদারি