Businessman Kidnap: "আমার বরকে বাঁচান," পুলিশকে ফোন করে কাতর আর্জি স্ত্রীর, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে!

Last Updated:

জয় সরকারের বাড়ি পাঁচড়া এলাকায় হলেও তার ব্যবসা দুর্গাপুরে। পাঁচ জন মিলে ব্যবসায়ীকে একটি গাড়িতে চাপিয়ে আসানসোলের দিকে যেতে থাকে।  গাড়িতে ওই ব্যবসায়ী চাপানোর সময় ব্যবসায়ির স্ত্রীর কাছে  ৫০ লক্ষ টাকা মুক্তি পন চায় বলে অভিযোগ।

Representative Image: Photo Courtesy Meta AI
Representative Image: Photo Courtesy Meta AI
দুবরাজপুর: বাজারে গিয়ে স্ত্রীর সামনেই অপহরণ ব্যবসায়ীকে। গাড়িতে চাপানোর সময় ৫০ লক্ষ টাকা মুক্তি পনের দাবি করা হল। গ্রেফতার পাঁচজন। গ্রেফতার করল খয়রাশোল থানার পুলিশ৷ ব্যবসায়িক গন্ডোগোলের জেরে এই ঘটনা কিনা তা নিয়ে তদন্তে পুলিশ, অভিযোগকারী ব্যবসায়িও বিভিন্ন অপরাধ মূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর৷
মোটা অঙ্কে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সিনেমার কায়দায় এক ব্যবসায়ীকে অপহরণ৷ পুলিশের তৎপরতায় ভেস্তে গেল অপহরণকারীদের পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল থানার পাঁচড়া এলাকায়। জানা গেছে, ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনের একটি অপহরণকারীদের দল গাড়ি নিয়ে খয়রাশোল থানার পাঁচড়া বাজার এলাকা থেকে স্ত্রীর সঙ্গে বাজার করতে এসে ব্যবসায়ী জয় সরকারকে অপহরণের করে।
advertisement
advertisement
জয় সরকারের বাড়ি পাঁচড়া এলাকায় হলেও তার ব্যবসা দুর্গাপুরে। পাঁচ জন মিলে ব্যবসায়ীকে একটি গাড়িতে চাপিয়ে আসানসোলের দিকে যেতে থাকে।  গাড়িতে ওই ব্যবসায়ী চাপানোর সময় ব্যবসায়ির স্ত্রীর কাছে  ৫০ লক্ষ টাকা মুক্তি পন চায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই তার স্ত্রী পুলিশকে খবর দেয়। খয়রাশোল থানার পুলিশ খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি এলাকায় টহলরত মোবাইল ভ্যানে থাকা পুলিশদের নির্দেশ দেন যে কোনও প্রকারে গাড়িটি আটকানোর। পুলিশ অপহরণকারীদের গাড়িটিকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে আসে।
advertisement
এদিকে ব্যবসায়ী জয় সরকারের স্ত্রী তনুশ্রী সরকার খয়রাশোল থানায় লিখিত অভিযোগ করেন যে, ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। আর তা দিতে না পারলে তার স্বামী কাটা মুন্ডু রেললাইনের ধারে পড়ে থাকবে বলে হুমকি দেয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুর্গাপুর এলাকার দেবাশীষ বন্দ্যোপাধ্যায় নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে। যার প্রেক্ষিতে খয়রাসোল থানার পুলিশকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। পুলিশ সকলকে গ্রেফতার করে সেই সাথে স্কোরপিও গাড়ি, পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করে।
advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে রাহুল ঠাকুর ঝাড়খণ্ডের এবং জিয়াউল সেখ, গৌরাঙ্গ সরকার,সেখ ফিরোজ ও দেবাশীষ বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে এই জয় সরকার এর বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।
advertisement
সুপ্রতিম দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Businessman Kidnap: "আমার বরকে বাঁচান," পুলিশকে ফোন করে কাতর আর্জি স্ত্রীর, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement