Pre Wedding Photo Shoot Destination: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য সুন্দর জায়গা খুঁজছেন? সুন্দর সবুজ ঘেরা এই লোকেশন হবে জীবনভরের frame
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
এক দিনের উইকএন্ড ট্রিপ হোক বা বিয়ের আগে ফোটোশ্যুট, বীরভূমের এই জায়গায় আসবেন! নিরাশ হবেন না
বীরভূম: বৈশাখ মাসের শুরু থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে।আবহাওয়া দফতরের সূত্রে খবর চলতি সপ্তাহে বৃষ্টিপাতের ফলে কিছুটা ঠান্ডা আবহাওয়া অনুভূতি হলেও আবার বাড়বে তাপমাত্রা।আর ভ্রমণপিপাসু বাঙালি মূলত শহরের কোলাহল ছেড়ে ঘুরতে আসতে পছন্দ করেন কোন এক নিরিবিলি এবং শান্ত পরিবেশে। মূলত পরিবার-পরিজনদের নিয়ে একান্তে দিন কাটাটে চান অনেক পর্যটক। আর আজকে আপনাদের দেখাব এমনই এক জায়গা যেখানে জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ এলাকার মধ্যে রয়েছে বহু প্রাচীন শিবমন্দির। সাথে তার পাশেই রয়েছে মনোরম পরিবেশে ঘুরে দেখার ব্যবস্থা।সেই জায়গাটির নাম হল বীরভূমের গণপুর এর ঘন জঙ্গল। ফ্রি ওয়েডিং ফটোশুট হোক অথবা বাড়ির বাচ্চাদের নিয়ে ভ্রমণের সঠিক ঠিকানা বীরভূমের এই জঙ্গল।
বীরভূমের রামপুরাহাট থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত এই গণপুরের জঙ্গল। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় মল্লারপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে গনপুর থেকে বাঁধের রাস্তা হয়ে জঙ্গলের সুন্দর দৃশ্যপটের মধ্য দিয়ে শিবপাহারি মন্দির যাওয়া যায়। এখানেই রয়েছে কালাপাহাড়ের স্মৃতিবাহী শিব। যার নাম শ্রী শ্রী বাবা সিদ্ধনাথ। আপনি কলকাতা অথবা হাওড়া থেকে এলে নিকটবর্তী মল্লারপুর স্টেশন,তারাপীঠ স্টেশন,অথবা রামপুরহাট স্টেশন থেকে এই গনপুর পৌঁছতে পারেন। তবে মল্লারপুর স্টেশন থেকেই এই গনপুর জঙ্গল আপনার খুব কাছে হবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তবে এই গণপুর এলে থাকার কোনও জায়গা নেই। তবে গণপুর বনবাংলোয় থাকার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে। যোগাযোগের নম্বর : ০৩৪৬২-২৫৫২৬২। রামপুরহাট অথবা সিউড়িতে এমনকি তারাপীঠ এ রাত্রিবাস করেও জায়গাগুলি দেখে নেওয়া যায়।আর তাছাড়াও বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আপনি পুজো দেওয়ার পরে এই গণপুর এর জঙ্গলের আনন্দ নিতে পারবেন।এটাই সব থেকে বেস্ট হবে আপনার জন্য।
advertisement
শোনা যায় আজ থেকে প্রায় ৫০০ বছর পুরানো এই শ্রী শ্রী বাবা সিদ্ধিনাথ এর মন্দির। মন্দিরের ভেতরে গেলে দেখা যাবে বিশাল বড় আকারের একটি শিব লিঙ্গ রয়েছে।প্রত্যেক দিন নিত্যপুজোর পাশাপাশি শিব রাত্রির দিন এবং শ্রাবণ মাসে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তাহলে নিরিবিলি পরিবেশ খুঁজতে চাইলে এখান থেকে একবার অবশ্যই ঘুরে যান। পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে এই জঙ্গল হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।
advertisement
সৌভিক রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 6:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pre Wedding Photo Shoot Destination: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য সুন্দর জায়গা খুঁজছেন? সুন্দর সবুজ ঘেরা এই লোকেশন হবে জীবনভরের frame