প্লাস্টিকের ক্ষতিকর বর্জ্যই প্রকৃতি রক্ষার হাতিয়ার! সবুজের পথে নতুন দিশা দেখাচ্ছে ঝাড়গ্রাম আর্ট একাডেমি

Last Updated:

Plastic Recycling: প্লাস্টিক বোতল কেটে রঙিন টব বানানো, পুরোনো কন্টেনার দিয়ে বাগান সাজানো, কিংবা প্লাস্টিকের টুকরো দিয়ে দেওয়ালচিত্র আঁকার মতো নানা কর্মশালা আয়োজন করা হল বেলপাহাড়ির তুলসীবনী প্রাথমিক বিদ্যালয়ে।

+
প্লাস্টিকের

প্লাস্টিকের ক্ষতিকর বর্জ্যই হতে পারে প্রকৃতি রক্ষার হাতিয়ার

বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: আজকের দিনে পরিবেশ দূষণের অন্যতম বড় সমস্যা হল প্লাস্টিক বর্জ্য। প্রতিদিন আমরা প্লাস্টিকের বোতলকে ব্যবহার শেষে অবহেলায় ফেলে দিই। অথচ এই ক্ষতিকর বর্জ্যই হতে পারে প্রকৃতি রক্ষার হাতিয়ার। ঝাড়গ্রামের একটি স্বেচ্ছাসেবী শিল্পকেন্দ্র ঝাড়গ্রাম আর্ট একাডেমি সেই পথই দেখাচ্ছে। তাদের পরিকল্পনা, ফেলে দেওয়া প্লাস্টিককে নতুন আকারে গড়ে তুলে পরিবেশেকে সবুজ, সজীব ও সতেজ করে তোলা।
শিশুদের মধ্যেও সচেতনতা তৈরি করা হচ্ছে, যাতে ছোটবেলা থেকেই তারা পরিবেশবান্ধব জীবনের স্বপ্ন গড়ে তুলতে শেখে। প্লাস্টিক বোতল কেটে রঙিন টব বানানো, পুরোনো কন্টেনার দিয়ে বাগান সাজানো, কিংবা প্লাস্টিকের টুকরো দিয়ে দেওয়ালচিত্র আঁকার মতো নানা কর্মশালা আয়োজন করা হল বেলপাহাড়ির তুলসীবনী প্রাথমিক বিদ্যালয়ে। জঙ্গলমহলের মত এক সবুজ পরিমণ্ডলে দাঁড়িয়ে এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন দিশা দেখাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে ভারী ব্যাগ নিয়ে একা মহিলা কোথায় যাচ্ছেন? পুলিশের জেরায় পর্দা ফাঁস! ব্যাগের চেন খুলতেই বেরিয়ে এল কেজি কেজি…
স্থানীয় শিল্পীদের উদ্যোগে জেলার বিভিন্ন স্কুল, লাইব্রেরি ও সাংস্কৃতিক মঞ্চকে প্লাস্টিক বর্জ্যের তৈরি শো-পিস ও সাজসজ্জার মাধ্যমে নয়া রূপ দেওয়া হয়েছে। আর্ট একাডেমির কর্ণধার সঞ্জীব মিত্র বলছেন, প্লাস্টিক বোতল যদি এভাবে প্রকৃতির আঁচলে ছড়িয়ে থাকে তবে তা মাটিকে বিষাক্ত করে তোলে, জল ও বাতাসে দূষণ ছড়ায়।
advertisement
advertisement
প্লাস্টিকের ক্ষতিকর বর্জ্য হতে পারে প্রকৃতি রক্ষার হাতিয়ার
প্লাস্টিকের ক্ষতিকর বর্জ্য হতে পারে প্রকৃতি রক্ষার হাতিয়ার
কিন্তু সৃজনশীলতার ছোঁয়া দিলে সেই বোতলই রূপ নিতে পারে বাগানের টব, ঘরের সাজসজ্জার উপকরণ কিংবা রঙিন আলোর বাহারি শেডে। এর ফলে যেমন আবর্জনা কমবে, তেমনই সাধারণ মানুষ সহজেই ঘর-বাড়িকে নতুনভাবে সাজাতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ জল যন্ত্রণার সমাধান! বিধায়ক হুমায়ুন কবীরের নির্দেশে তড়িঘড়ি ছুটে এল সেচ দফতর, ডেবরায় খুশির হাওয়া
একদিকে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যদিকে শিল্পের মাধ্যমে প্রকৃতিকে সজীব করে তোলা – এই দ্বিমুখী পরিকল্পনা ঝাড়গ্রাম আর্ট একাডেমির অনন্য প্রচেষ্টা হিসেবে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। স্কুলের প্রধান শিক্ষক কলহন মণ্ডল বলছেন, আমরা প্লাস্টিক ফেলে দিই, সেটা যে আবার এত সুন্দরভাবে ব্যবহার করা যায় তা এই আর্ট একাডেমি না দেখালে বিশ্বাসই হত না’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্লাস্টিক দূষণ কমাতে সরকারি ও বেসরকারি স্তরে একাধিক প্রচেষ্টা নেওয়া হলেও, সাধারণ মানুষকে বাস্তবিকভাবে যুক্ত করার মত উদ্যোগ খুবই কম। তাই ঝাড়গ্রাম আর্ট একাডেমির এই ভাবনা বৃহত্তর আকারে অনুপ্রেরণা জোগাতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্লাস্টিকের ক্ষতিকর বর্জ্যই প্রকৃতি রক্ষার হাতিয়ার! সবুজের পথে নতুন দিশা দেখাচ্ছে ঝাড়গ্রাম আর্ট একাডেমি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement